এক বিশ্বকাপে ২৬ খেলোয়াড়কে মাঠে নামিয়ে রেকর্ড ব্রাজিলের
দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে শেষ আটের টিকেট নিশ্চিত করেছে ব্রাজিল। এ ম্যাচেই ব্রাজিল সৃষ্টি করেছে নতুন রেকর্ডের।
বিশ্বকাপের ইতিহাসে এর আগে আর কোনো দল এক আসরে ২৬ খেলোয়াড়কেই মাঠে নামানোর সাহস করেনি। ব্রাজিল সেই রেকর্ড গড়েছে এবার। খবর নাইন্টি মিনিটস-এর।
করোনার কারণে ফুটবলের নিয়মে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল। এর মধ্যে অন্যতম হলো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের সদস্য সংখ্যা।
সাধারণত কোনো টুর্নামেন্টের জন্য দলগুলো ২৩ জনের স্কোয়াড ঘোষণা করে। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, কাতার বিশ্বকাপে চাইলে ২৬ জনের স্কোয়াড দিতে পারছে অংশগ্রহণকারী দলগুলো।
গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচ জিতে শেষ ষোলো নিশ্চিত হয়ে গিয়েছিল সেলেসাওদের। সেজন্য কিংবা কয়েকজন খেলোয়াড়ের ইনজুরির কারণে কোচ তিতে গ্রুপপর্বের শেষ ম্যাচে বড় ধরনের ঝুঁকি নেন। একসঙ্গে মূল একাদশের নয় জন ফুটবলারকে বদলে ফেলেন তিনি।
এরপর ব্রাজিল-দক্ষিণ কোরিয়া ম্যাচে তিতে শেষ ১০ মিনিটে গোলকিপার অ্যালিসন বেকারের জায়গায় মাঠে নামান ওয়েভারটনকে। এ নিয়েই ব্রাজিলের নামের পাশে জুড়ে গেছে স্কোয়াডের ২৬ ফুটবলারকেই মাঠে নামানোর নতুন এই রেকর্ড।
এর আগের রেকর্ড ছিল নেদারল্যান্ডসের। ২০১৪ সালে ব্রাজিলের বিপক্ষের ম্যাচে তাদের ২৩তম খেলোয়াড়কে মাঠে নামিয়েছিলেন ফন গাল।