সমালোচকদের কড়া বার্তা দিলেন রোনালদো
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে তাকে উঠিয়ে নেওয়া, শেষ ষোলোর ম্যাচে শুরুর একাদশেই না রাখা, সব মিলিয়ে কাতার বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদোর সময়টা মোটেও ভালো যাচ্ছে না।
দল পর্তুগাল তাকে ছাড়াই যেন বেশি ভালো খেলছে, সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ৬-১ গোলের জয় যার প্রমাণ। এসবের পরই গুঞ্জন উঠেছিল, পর্তুগাল দলের সঙ্গে নাকি আর থাকতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদো।
গুঞ্জন যে তার কানেও পৌঁছেছে সেটি বোঝা গেল টুইটারে রোনালদোর পোস্ট দেখে। যেখানে পর্তুগাল দলের ছবি দিয়ে সাথে তাদের নিজেদের ভেতরের জোড়ালো সম্পর্কের কথা তুলে ধরেছেন সিআর সেভেন।
সমালোচনা এবং গুঞ্জনের জবাবে রোনালদো লিখেন, 'এই দলটির একাত্মতা দেখে বাইরের শক্তি এটিকে ভাঙতে চাচ্ছে, কিন্তু এই দলের সবার সম্পর্ক এতোই জোড়ালো যে এটি ভাঙা সম্ভব নয়।'
শত্রুপক্ষকে বার্তা পাঠানোর পাশাপাশি বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথাও ব্যক্ত করেছেন রোনালদো, 'বাইরের কারোর কথায় আমাদের কিছু যায় আসে না, আমরা পর্তুগালের মানুষের স্বপ্ন সত্যি করার জন্য লড়ছি।'
শেষ চারে উঠার লড়াইয়ের মরক্কোর মুখোমুখি হবে পর্তুগাল, জিতলে ২০০৬ বিশ্বকাপের পর আবারও সেমি-ফাইনালে উঠবেন রোনালদোরা।