ক্রোয়েশিয়া নয়, ব্রাজিলের বড় বাধা 'ইউরোপ' গেরো
কাতার বিশ্বকাপে শেষ আটের ম্যাচে আজ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। তবে প্রতিপক্ষ হিসেবে ক্রোয়েশিয়াকে পেয়ে যতোটা না চিন্তিত হবেন তিতে, তার থেকে তাদের ভৌগোলিক অবস্থান দেখেই কপালে ভাঁজ পড়বে তার।
কারণ হেক্সা জয়ের মিশনে নেইমারদের সামনে ক্রোয়াটদের থেকেও বড় বাধা যে ইউরোপ! হ্যাঁ, ২০০২ বিশ্বকাপের ফাইনালে ইউরোপেরই দল জার্মানিকে হারিয়ে নিজেদের ৫ম এবং সর্বশেষ শিরোপা জিতেছিল সেলেকাওরা।
এরপরের ৪ টি বিশ্বকাপের প্রতিটিতেই ব্রাজিল নক-আউটে বাদ পড়েছে, সবকটিতে প্রতিপক্ষ ছিল ইউরোপিয়ান কোনো দল।
তাই আজ ক্রোয়েশিয়া দেয়াল টপকানোর জন্য ইউরোপিয়ান গেরোও কাটাতে হবে নেইমার-রিচার্লিসনদের। যেটি সহজ হবে না মোটেও, ক্রোয়েশিয়াকে গোল দেওয়া যে চাট্টিখানি কথা নয়।
কাতার বিশ্বকাপে ৪ ম্যাচ খেলে মাত্র একটি গোল হজম করেছেন মদরিচ-লিভাকোভিচরা। যা তাদের দুর্দান্ত রক্ষণশৈলীর প্রমাণ।
২০০২ বিশ্বকাপ জেতার পর আর ফাইনাল খেলতে পারেনি ব্রাজিল। তিনবার শেষ আট এবং ২০১৪ বিশ্বকাপে ঘরের মাঠে শেষ চার থেকেই বিদায় নেয় সাম্বার বাহকেরা।
২০০৬ বিশ্বকাপে ফ্রান্সের কাছে ১-০, ২০১০ বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে ২-১, ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে সেই বিখ্যাত ৭-১ এবং সর্বশেষ ২০১৮ বিশ্বকাপে বেলজিয়ামের কাছ ২-১ গোলের ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয় ব্রাজিলের।
আজ সেলেকাওদের 'ইউরোপ' গেরোর সুযোগই নিতে চাইবে ক্রোয়েশিয়া, আর সেটি ভাঙতে পারলে হেক্সা জয়ের দিকে আরেক ধাপ এগিয়ে যাবেন নেইমার-ভিনিশিয়ুসরা।