শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে তদন্তে নামল ফিফা
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/12/11/65448679-0-image-a-63_1670684492098.jpg)
কোয়ার্টার ফাইনাল ম্যাচে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এবার আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস দু'দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেই তদন্ত শুরু করছে ফিফা। খবর ডেইলি-মেইলের।
শুক্রবার রাতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচ চলাকালে ঝামেলায় জড়ান দু'দলের খেলোয়াড়রা। তাতে রেফারি অ্যান্টনিও মাতেও লাহোজের ভূমিকাও কম ছিল না। খেলা চলাকালে ১৭টি হলুদ কার্ড দেখান তিনি। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এদিকে ফিফার শৃঙখলা কমিটি জানিয়েছে রেফারির রিপোর্ট বিশ্লেষণ শেষে দুদলের বিরুদ্ধেই তদন্তে নামার সিদ্ধান্ত নিয়েছে তারা।
আর্জেন্টিনা আর্টিকেল ১২ (খেলোয়াড় ও দলের অফিসিয়ালদের অসদাচরণ) ও আর্টিকেল ১৬ (খেলার নিরাপত্তা এবং শৃঙ্খলা) লঙ্ঘন করেছে কি না, তা বিচার করবে ফিফা তদন্ত কমিটি।
অন্যদিকে, একই ম্যাচে ফিফার ডিসিপ্লিনারি কোড ভাঙার অভিযোগে ডাচ ফুটবল এসোসিয়েশনের বিরুদ্ধেও আর্টিকেল ১২-এর অধীনে তদন্ত কমিটি গঠিত হয়েছে।
সাধারণত কোনো দল পাঁচটি হলুদ কার্ড দেখলে তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করে ফিফা। আর তাই আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস দুদলই তদন্তের মুখে পড়তে চলেছে।
এদিকে মেসি ও মার্টিনেজ দুজনকেই ডাচ প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণাত্মক ভঙ্গিতে অবস্থান নিতে দেখা গেছে।
তদন্তে দোষী সাব্যস্ত হলে কড়া শাস্তি হতে পারে মেসি ও মার্টিনেজের আর্জেন্টিনার।
ম্যাচ নিয়ে এক বক্তব্যে মেসি বলেন, 'রেফারিকে নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না৷ আপনি কর্তৃপক্ষকে নিয়ে কথা বললে তারা আপনাকে নিষেধাজ্ঞা দিবে। আর এবার তো ম্যাচের আগেই আমরা (মাতেও লাহোজের কারণে) ভয়ে-শঙ্কায় ছিলাম।'
মেসি রেফারিকে নিয়ে এক সময় সরাসরি মন্তব্য করে বলেন, 'আমি যা ভাবছি তা বলা ঠিক হবে না তবুও ফিফার এই বিষয়টি দেখা উচিৎ। তাদের এই ম্যাচে এমন একজন রেফারিকে দেয়া উচিৎ হয়নি যার এমন খেলা পরিচালনা করার যোগ্যতা নেই।'