বেনজেমা কি ইনজুরি কাটিয়ে বিশ্বকাপ ফাইনালে মাঠে নামছেন?
কাতার বিশ্বকাপ শুরু আগে উরুর ইনজুরিতে মাঠ থেকে ছিটকে গিয়েছিলেন দুর্দান্ত ফর্মে থাকা ফ্রান্সের তারকা ফুটবলার করিম বেনজেমা। তার ইনজুরির পর ফ্রান্স শিবির ধরেই নিয়েছিল বেনজেমাকে ছাড়াই তাদের বিশ্বকাপ মিশন শেষ করতে হবে। কিন্তু না, উরুর ইনজুরি থেকে দ্রুতই সেরে উঠেছেন বেনজেমা। গুঞ্জন শোনা যাচ্ছে, দলের চাহিদা অনুযায়ী আসরের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে পারেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
বৃহস্পতিবার স্প্যানিশ গণমাধ্যম মার্কায় প্রকাশিত এক সংবাদে বলা হয়, দলের সাথে পুনরায় যোগ দেওয়ার পর বেনজেমা গত সপ্তাহ থেকে নিয়মিত ট্রেনিং করছেন। ইনজুরি কাটিয়ে অনুশীলনের সময় বেনজেমা ফিটনেস সংক্রান্ত কোনো জটিলতার সম্মুখীন হননি।
এবারের বিশ্বকাপ আসর শুরুর আগেই বেনজেমা ইনজুরিতে আক্রান্ত হলেও তাকে মূল স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়নি। আর তাই ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে বেনজেমাকে মাঠে দেখা গেলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না।
বেনজেমা ছাড়াও বিশ্বকাপ শুরুর পূর্বে ইনজুরিতে পড়ে পগবা, কান্তে, কিম্বেপে ও এনকুকুর মতো তারকা ফুটবলারদের হারিয়ে অনেকটা ব্যাকফুটে ছিল ফ্রান্স। তবে কোচ দিদিয়ের দেশ্যমের দৃঢ়তা ও বিচক্ষণতার কারণে তারকা ফুটবলারদের ছাড়াই আসরজুড়ে দারুণ খেলেছে ফ্রান্স। টানা দ্বিতীয়বারের মত বিশ্বকাপ ফাইনালের টিকেট নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে ২-০ গোলের সহজ জয়ের পর ফাইনালে বেনজেমার প্রত্যাবর্তনের সম্ভবনা সম্পর্কে কোচ দিদিয়েকে জিজ্ঞাসা করেন সাংবাদিকেরা। এ প্রশ্নের জবাবে অল্প বিরতি নিয়ে রহস্যজনক ভঙ্গিতে কোচ বলেন, "আমি এই প্রশ্নটির উত্তর দিতে চাই না। আমাকে ক্ষমা করবেন। পরবর্তী প্রশ্নটি করুন।"
আসর শুরু আগে ইনজুরিতে পড়লে দ্রুত সেরে ওঠার জন্য মাদ্রিদে চলে যান বেনজেমা। ইনজুরিতে আক্রান্ত হয়ে প্রাথমিকভাবে বিশ্বকাপ স্বপ্ন ভঙ্গ হবার পর ইন্সট্রাগ্রামে আবেগতাড়িত পোষ্ট লিখেছিলেন তিনি।
"আমি জীবনে কখনো হাল ছেড়ে দেইনি। কিন্তু আজ আমাকে আমার দলের কথা ভাবতে হবে, যেটা আমি সবসময় করেছি। তাই বর্তমান অবস্থায় দলে নিজের জায়গা অন্য কারও জন্য ছেড়ে দিতে হবে। কেননা আমার পরিবর্তে তিনি ভালো একটি বিশ্বকাপের জন্য দলকে সহয়তা করতে পারবেন," লিখেন বেনজেমা।
এর আগে, ২০১৮ রাশিয়া বিশ্বকাপে সতীর্থকে ব্ল্যাকমেইল করার অভিযোগে আসরের আগেই দল থেকে ছিটকে পড়েছিলেন বেনজেমা।
ফ্রান্সের হয়ে ক্যারিয়ারে ৯৭ ম্যাচ খেলে করিম বেনজেমা মোট ৩৭টি গোল করেছেন। ২০২২ কাতার বিশ্বকাপে এখনো কোনো ম্যাচই খেলতে পারেননি বেনজেমা। পাশাপাশি, গত মৌসুমে বেনজেমা রিয়াল মাদ্রিদের হয়ে ৪৬ ম্যাচে সর্বমোট ৪৪ গোল করার পাশাপাশি দলকে জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স লীগ।
একইসাথে মেসি, রোনালদো, লেওয়ানদস্কি ও এমবাপ্পের মত খেলোয়াড়দের পেছনে ফেলে জিতেছেন ২০২১-২০২২ মৌসুমের ব্যালন ডি অর।