'আমি আগ্রহী নই', বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে বেনজেমার রহস্যময় বার্তা!
কাতার বিশ্বকাপের ফাইনালের ঠিক ২৪ ঘণ্টা বাকি। ফ্রান্সের টানা দ্বিতীয় শিরোপা নাকি লিওনেল মেসির অধরা স্বপ্ন পূরণ? কে জিতবে বিশ্বকাপ তা নিয়ে ইতোমধ্যেই নানা হিসেব-নিকেশ কষা হয়ে গেছে। তবে বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে ইনজুরির কারণে ফ্রান্স স্কোয়াড থেকে ছিটকে যাওয়া করিম বেনজেমা ফাইনালে খেলবেন কিনা তা নিয়ে ব্যাপক চর্চা চলছে ফুটবল অঙ্গনে। আর ফাইনালকে সামনে রেখেই এক রহস্যময় বার্তার মাধ্যমে সেসবের জবাব দিলেন ফরাসি তারকা!
সদ্যই ব্যালন দ'অর জেতা রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা বিশ্বকাপের একটি ম্যাচও খেলতে পারেননি ইনজুরির কারণে। কিন্তু তা সত্ত্বেও তার জায়গায় স্কোয়াডে অন্য কাউকে নেননি কোচ দিদিয়ের দেশম। ফলে এখনো ফ্রান্স স্কোয়াডের অংশ হয়েই আছেন বেনজেমা এবং চাইলে তাকে মাঠে নামাতেও পারবেন কোচ।
সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে বেনজেমা এখন পুরোপুরি ফিট এবং রবিবার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবেন তিনি। কিন্তু এ ব্যাপারে কোচ দিদিয়ের দেশমকে প্রশ্ন করা হলে তিনি বলেন- "আমি এ প্রশ্নের উত্তর দিতে চাই না। এটা একটা মূর্খের মতো প্রশ্ন।"
তবে বেনজেমা মাঠে নামলে যে ফরাসিদের শক্তি বেড়ে যাবে তা বলাই বাহুল্য। তাই রিয়াল মাদ্রিদ তারকার প্রত্যাবর্তন নিয়ে চিন্তায় থাকার কথা আর্জেন্টিনার। এদিকে শুক্রবার স্প্যানিশ গণমাধ্যমে দাবি করা হয়েছে, ইনজুরিতে পড়ার পর বেনজেমাকে দেশে পাঠিয়ে দেওয়ার তিনি অসন্তুষ্ট এবং দেশমের সাম্প্রতিক মন্তব্যও তিনি ভালোভাবে নেননি।
তবে সবাইকে চমকে দিয়ে বেনজেমা নিজেই সোশ্যাল মিডিয়ার ছোট্ট বার্তা দিয়েছেন। নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে ফরাসি ভাষায় তিনি যা লিখেছেন তা অনুবাদ করলে দাঁড়ায়- "আমি আগ্রহী নই", সাথে ইমোজি।
তবে বেনজেমার এই পোস্ট এখনো হেঁয়ালি মনে হচ্ছে অনেকের কাছে। তিনি আদৌ মাঠে নামবেন কিনা তা নিয়ে কোচও মুখ খোলেননি বিধায় রহস্য থেকেই যাচ্ছে।
ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ৯৭ ম্যাচ খেলে ৩৭ গোল করেছেন ৩৪ বছর বয়সী বেনজেমা। এবারের বিশ্বকাপে সেমি-ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ফ্রান্স।
সূত্র: গোল