'তোমাদের জন্য গর্ব হয়', ফাইনালে হারের পর এমবাপ্পেদের সান্ত্বনা দিলেন ফরাসি প্রেসিডেন্ট
রোমাঞ্চকর এক ফাইনাল খেলে কাতার বিশ্বকাপ ২০২২ জয় করে নিয়েছে লাতিন আমেরিকান পরাশক্তি আর্জেন্টিনা। কিন্তু প্রতিপক্ষ ফ্রান্সও কম যায়নি, লড়াইটা হয়েছে সমানে সমানে। সারা দুনিয়ার কোটি কোটি দর্শক্কে রোমাঞ্চিত করেছে ফাইনালের নাটকীয়তা। শুরুতে যে ম্যাচ সহজেই আর্জেন্টিনা জিতে যাবে বলে মনে করা হচ্ছিলো, সেই ম্যাচকেই টাইব্রেকার পর্যন্ত নিয়ে যাওয়ার অবদান ফরাসিদের। ম্যাচের শুরুতেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর উপস্থিতি চোখে পড়েছে দর্শকদের। এমবাপ্পে-মুয়ানিদের সমর্থন দিতে হাজির হয়েছিলেন তিনি স্টেডিয়ামে। আর হেরে যাওয়ার পরেও ফ্রান্স ফুটবল দলটিকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন ইমানুয়েল মাখোঁ।
ম্যাচের প্রথমার্ধেই ২-০ তে এগিয়ে থাকা আর্জেন্টিনাকে একাই ঘোল খাইয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তার হ্যাটট্রিকের জেরেই খেলা গড়িয়েছে টাইব্রেকারে। টাইব্রেকারে আর্জেন্টিনার জয়ের নায়ক গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ ফরাসি ফুটবলার কিংসলে কোমানের একটি শট ঠেকিয়ে দেন এবং চুয়ামেনি গোলের সীমানার বাইরে বল মেরে দেওয়ায় আর্জেন্টিনার জয় এক প্রকার নিশ্চিত হয়ে যায়। অন্যদিকে, টাইব্রেকারে নেওয়া চারটি শটের সবগুলোতেই গোল করে আর্জেন্টিনা। তাই বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেও বিশ্বকাপ ছুঁয়ে দেখার সৌভাগ্য এবার হয়নি এমবাপ্পের।
ম্যাচ শেষে দেখা যায়, ফরাসি প্রেসিডেন্ট নিজে মাঠে এসে এমবাপ্পেকে সান্ত্বনা দিচ্ছেন, মাথায় হাত বুলিয়ে বোঝাচ্ছেন। শুধু তাই নয়, ফরাসি দলের ড্রেসিংরুমে গিয়েও তাদেরকে সান্ত্বনা দিয়েছেন মাখোঁ। তিনি নিজে ড্রেসিংরুমে গিয়ে কথা বলার একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লিখেছেন, 'তোমাদের জন্য গর্ব হয়।'
এর আগের টুইটে আর্জেন্টিনার ঐতিহাসিক জয়ের জন্য তাদেরকে অভিনন্দন জানান ইমানুয়েল মাখোঁ। সেই সাথে ফরাসিদের লড়াকু মনোভাবের জন্য তাদের প্রশংসাও করেন তিনি। ফরাসি দলের উদ্দেশ্য তিনি লেখেন, "তোমরা পুরো জাতিকে এবং সারা বিশ্বের সমর্থকদের উজ্জীবিত করেছো।"
রবিবার (১৮ ডিসেম্বর) ফাইনালের অধিকাংশ সময় জুড়েই ছিল আর্জেন্টিনার আধিপত্য। কিন্তু ম্যাচের ৮০ মিনিটে কিলিয়ান এমবাপ্পে প্রথম পেনাল্টি থেকে গোল করার ৯৭ সেকেন্ডের মাথায় তিনি আরেকটি গোল করেন। এরপরেই ম্যাচের মোড় ঘুরে যায়। অতিরিক্ত ৩০ মিনিট সময়ে আর্জেন্টিনা আরেকটি গোল পরিশোধ করে ব্যবধান ৩-২ করলেও, ১১৮ মিনিটে আরও একটি পেনাল্টি পেয়ে যাওয়ায় ব্যবধান ৩-৩ করে ফেলেন এমবাপ্পে। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপা খরা ঘুচিয়ে ঐতিহাসিক জয় নিয়ে আসেন মেসি-ডি মারিয়ারা।
সূত্র: এনডিটিভি