ফের পাকিস্তানের বিশ্বকাপ দলে পরিবর্তন, ডাক পেলেন শোয়েব মালিক
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর থেকেই সমালোচনা হয়ে আসছে। শহীদ আফ্রিদিসহ দেশটির বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার স্কোয়াডে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছিলেন। শোয়েব মালিককে দলে নেওয়ার দাবি জানিয়েছিলেন তারা। বিশ্বকাপ স্কোয়াড পরিবর্তনের সময়ের একদিন বাকি থাকতে দলে ডাক পেলেন শোয়েব।
অভিজ্ঞ এই ক্রিকেটারকে বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ডানহাতি এই অলরাউন্ডার জায়গা পেয়েছেন শোয়েব মাকসুদের ইনজুরির কারণে। পিঠের ইনজুরির কারণে ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যানের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে গেছে। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে খেলার সময় চোট পেয়েছিলেন।
প্রবল সমালোচনার মুখে গত শুক্রবার বিশ্বকাপে স্কোয়াডে তিনটি পরিবর্তন আনে পিসিবি। দলে নেওয়া হয় ওপেনার ফখর জামান, সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদ ও ব্যাটসম্যান হায়দার আলীকে। বাদ পড়েন আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান আজম খান ও পেসার মোহাম্মদ হাসনাইন। আগে মূল দলে থাকা খুশদিল শাহকে রাখা হয়েছে রিজার্ভ হিসেবে।
এ নিয়ে পিসিবির প্রধান নির্বাচক মুহাম্মদ ওয়াসিম বলেছেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ায় শোয়েব মাকসুদ কষ্ট পেয়েছে। কারণ, বিশ্বকাপের জন্য সে কঠোর পরিশ্রম করেছিল এবং ভালো ফর্মেও ছিল। বিষয়টি আমরা বুঝতে পারছি। তবে চোট খেলাধুলারই একটি অংশ। আমি নিশ্চিত যে, সে পুনর্বাসনের পর পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।'
শোয়েব মালিকের অন্তর্ভুক্তি নিয়ে পিসিবির প্রধান নির্বাচক বলেন, 'টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার পর তার (শোয়েব মাকসুদ) জায়গায় আমরা শোয়েব মালিককে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। আমি নিশ্চিত যে, শোয়েব মালিকের অভিজ্ঞতা পুরো দলের জন্য কাজে লাগবে।'
ঘরোয়া টুর্নামেন্ট ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে শুক্রবার দলে পরিবর্তন আনলেও মালিক উপেক্ষিতই থেকে যান। অথচ আসরটিতে ব্যাট হাতে রীতিমতো শাসন করেছেন মালিক। ডানহাতি এই ব্যাটসম্যান ৬ ইনিংসে এক হাফ সেঞ্চুরিতে ২২৫ রান করেন। গড় ছিল ৭৫.০০ এবং স্ট্রাইক রেট ছিল ১৪৯।
ওমানে ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব। সুপার টুয়েলভের খেলা শুরু হবে ২৩ অক্টোবর। ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান।
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আসিফ আলী, শোয়েব মালিক, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, হায়দার আলী ও সরফরাজ আহমেদ।
রিজার্ভ: উসমান কাদির, শাহনাওয়াজ দাহানি ও খুশদিল শাহ।