ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ালেন ফেদেরার, সেরেনার বিদায়
এবারের ফেঞ্চ ওপেন যেন দুর্ঘটনার মঞ্চ। সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দিয়ে নিষিদ্ধ হওয়ার হুমকি পাওয়া নাওমি ওকাসা নিজেই রোলাঁ গারো থেকে সরে দাঁড়ান। এরপর চোটের কারণে সরে দাঁড়ান বিশ্বের এক নম্বর নারী টেনিস খেলোয়াড় অ্যাশলে বার্টি। একই কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন সুইজারল্যান্ডের কিংবদন্তি টেনিস খেলোয়াড় রজার ফেদেরার।
কোর্টেও আছে অঘটন। শেষ ষোলো থেকে বিদায় নিয়েছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সেরা টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস। ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্য নিয়ে ফ্রেঞ্চ ওপেন শুরু করেছিলেন সেরেনা।
যদিও চতুর্থ রাউন্ডেই সেরেনার স্বপ্ন গুঁড়িয়ে দিলেন রাশিয়ান বংশোদ্ভুত কাজাখস্তানের টেনিস খেলোয়াড় এলেনা রাবাকিনা। ৬-৩, ৭-৫ সরাসরি সেটে সেরেনাকে হারিয়ে দেন রাবাকিনা। সেরেনাকে হারিয়ে প্রথমবারের কোনো গ্র্যান্ড স্ল্যামের শেষ আটে উঠলেন রাবাকিনা।
প্রথম সেটে সেরেনাকে দাঁড়াতেই দেননি তিনি। ৬-৩ গেমে জিতে এগিয়ে যান কাজাখস্তানের এই টেনিস খেলোয়াড়। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান সেরেনা, চলে হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু শেষ পর্যন্ত ৭-৫ গেমে হেরে যান সেরেনা।
২০১৮ সালের পর প্রথমবারের মতো প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন যুক্তারাষ্ট্রের এই টেনিস তারকা। সর্বশেষ ২০১৫ সালে রোলাঁ গারোয় চ্যাম্পিয়ন হয়েছিলেন সেরেনা।
এদিকে ৩৯ বছর বয়সী ফেদেরার হাঁটুর চোট থেকে পুরোপুরি ফিট না হয়েই ফরাসি ওপেনে অংশ নিয়েছিলেন। চতুর্থ রাউন্ডে ওঠার পর ফেদেরার জানান, তিনি বুঝতে পারছেন না খেলা চালিয়ে যাওয়া ঠিক হচ্ছে কিনা। তখনই তার সরে যাওয়ার আভাস মিলেছিল।
পরে পরিবারের সঙ্গে কথা বলে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। ফ্রেঞ্চ টেনিস ফেডারেশনের বরাত দিয়ে ফেদেরার বলেছেন, 'পরিবারের সঙ্গে আলোচনার পর ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমি। হাঁটুতে দুটি অস্ত্রোপচার ও এক বছরেরও বেশি পুনর্বাসনের পর প্রতিযোগিতায় না ফিরে নিজের শরীরের দিকে তাকানো উচিত।'