বাংলাদেশকে কোহলির ‘ঈদ মোবারক’
বাংলাদেশের চার ক্রিকেটারের সঙ্গে আড্ডা শেষে ইঙ্গিত মেলে। কয়েক ঘণ্টা পরই ঘোষণা, বিরাট কোহলি আসছেন তামিম ইকবালের লাইভে। ঘোষণা থেকে লাইভ পর্যন্ত; মাঝের এই সময়টা নিশ্চিতভাবেই লম্বা মনে হয়েছে ক্রিকেটভক্তদের কাছে। অবশেষে আসে প্রতিক্ষিত সময়। কিন্তু এদিন জমে ওঠার আগেই আড্ডা ভেঙে যায়।
ভারতীয় অধিনায়কের সঙ্গে তামিমের আড্ডা চলেছে ২৫ মিনিটের মতো। ব্যস্ততার কারণে তামিমকে লম্বা সময় দিতে পারেননি কোহলি। তামিম-কোহলির আড্ডায় মজার বিষয় নিয়ে আলোচনা হয়নি। ব্যাটিং, রান তাড়ার কৌশল, চাপ সামলে উইকেটে থিতু হওয়া; এসব নিয়েই কোহলিকে বেশি প্রশ্ন করেছেন তামিম।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক জানান, সতীর্থদের কাছ থেকে এমন প্রশ্নেরই অনুরোধ ছিল। এই আলোচনা শেষে কোহলি যখন বিদায় নেবেন, তামিম তখন আসন্ন ঈদুল ফিতর নিয়ে ভারতীয় অধিনায়ককে কিছু বলতে বলেন। এরপর বাংলাদেশের মানুষকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
করোনাভাইরাসে সৃষ্ট সঙ্কটময় এ সময়ে ইতিবাচক মানসিকতা ধরে রাখার পরামর্শ দিয়ে কোহলি তার শুভচ্ছোবার্তায় বলেন, 'আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে চাই। ঈদ মোবারক। সবাই নিশ্চয় নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। উপভোগ করছেন। নিজ নিজ পরিবারের সবার সঙ্গে থেকে এই সময়টাও স্মরণীয় করা যায়। আমি খুব চাইব সব চ্যালেঞ্জ থাকার পরও সবাই যেন মুখে হাসি নিয়ে ঈদ উদযাপন করেন।'
কঠিন এই অবস্থা উত্তরণে সবাইকে দোয়া করার অনুরোধ জানান কোহলি। তিনি বলেন, 'আশা করি সব আবার স্বাভাবিক হবে। আমরা সবাই মিলে সেই দোয়াই করব। এখন ভিন্ন চিন্তা করার কারণ নেই। কারণ সবাই এখন একই অবস্থায় আছে। সবাই লড়াই করছে।'