বাংলাদেশের মাঠে ফেরার দিনে বৃষ্টির হানা
সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। আবহাওয়ার পূর্বাভাসে ছিল বৃষ্টির সম্ভাবনা। সম্ভাবনা সত্যি হতে সময় লাগেনি। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম ওয়ানডে শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই বৃষ্টি শুরু হয়। ৩.৩ ওভার পর বন্ধ হয়ে যায় খেলা।
বুধবার বেলা ১১টা ৪৮ মিনিটে শুরু হওয়া বৃষ্টি কিছুক্ষণ পর থামে। সরিয়ে ফেলা হয় কভার। কিন্তু কভার সরাতে সরাতে আবারও বৃষ্টির হানা। এরপর আরও কিছুক্ষণ ঝরে বৃষ্টি, চলে ১২টা ৩০ পর্যন্ত। ১২টা ৩৫ মিনিটে কভার সরানো হয়। ঠিক এক ঘণ্টা পর ১২টা ৪৮ মিনিটে আবারও খেলা শুরু হয়েছে।
৩১৩ দিন পর মাঠে নেমেই টস জিতেছে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে প্রথম ওয়ানডে খেলতে নামা তামিম ইকবাল টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। বল হাতে শুরুটাও দারুণ হয়েছে বাংলাদেশের।
ইনিংসের দ্বিতীয় ওভারেই ক্যারিবীয় ওপেনার সুনীল আমব্রিসকে ফিরিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। উইকেটে আছেন জশুয়া ডা সিলভা ও আন্দ্রে ম্যাকার্থি।
এই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে হাসান মাহমুদের। বাংলাদেশের ১৩৪তম ওয়ানডে ক্রিকেটারের ক্যাপ উঠেছে তরুণ এই পেসারের মাথায়। একাদশে জায়গা হয়নি মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মাহেদী হাসান, ও শরিফুল ইসলাম।
নতুন দল নিয়ে সফরে আসা ওয়েস্ট ইন্ডিজের ছয়জন ক্রিকেটারের অভিষেক হয়েছে এই ম্যাচে। তারা হলেন জশুয়া ডা সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, এনক্রুমাহ বোনার, কাইল মায়ার্স, জাহার হ্যামিল্টন, ও কেমার হোল্ডার।