বিয়েতে নয়, বিশ্বকাপে নজর রশিদের
আফগানিস্তান কোনো বিশ্বকাপ জেতার আগে বিয়ে করবেন না বলে প্রতিজ্ঞা করেছেন রশিদ খান; কিছুদিন আগে এমনই একটি খবর রটেছিল ক্রিকেট পাড়ায়।
বিয়ে না করার গুঞ্জনকে এবার নিজেই উড়িয়ে দিলেন এই লেগস্পিনার। তবে জানালেন, আপাতত তার সব মনোযোগ থাকছে বিশ্বকাপের দিকেই।
বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে রশিদ বলেন, "আসলে আমি এটা শুনে খুবই অবাক হয়ে গিয়েছিলাম। বিশ্বকাপ জিতলে বিয়ে করব, এ কথা আমি কখনোই বলিনি।
"আমি শুধু বলেছি, আগামী কয়েক বছরে অনেক ক্রিকেট খেলতে হবে আমাকে। তিনটি বিশ্বকাপ (২০২১ ও ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ) আছে এই সময়ে, তাই আমার মনোযোগ বিয়ের পরিবর্তে ক্রিকেটে থাকবে।"
১৭ বছর বয়সে আফগানিস্তানের হয়ে অভিষিক্ত হওয়া রশিদ এখন আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে চাহিদা-সম্পন্ন খেলোয়াড়দের একজন।
ইতোমধ্যেই আন্তর্জাতিক মঞ্চে ৫১টি ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ২৮০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা রশিদ এই ফরম্যাটের শীর্ষ খেলোয়াড়দের একজন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২.৬৩ গড়ে ৯৫টি উইকেট নেওয়া রশিদ ২০২০ সালে আইসিসির দশকসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন।
স্বাভাবিকভাবেই, এই বিশ্বকাপে আফগানিস্তানের প্রাণভোমরা তিনি। এই ২৩ বছর বয়সীর দিকে তাকিয়েই ইতিহাসে প্রথমবারের মতো কোনো বড় শিরোপা জেতার স্বপ্ন দেখছে আফগানরা।
সংযুক্ত আরব আমিরাতের মন্থর গতির উইকেটে স্পিনাররা সাফল্য পাবে বলে মনে করছেন রশিদ।
"আমার কাছে মনে হচ্ছে, স্পিনারদের বিশ্বকাপ হতে যাচ্ছে এটি। উইকেটগুলো মূলত স্পিনার-বান্ধব, এজন্যই অধিকাংশ দল তাদের আক্রমণে এতো স্পিনার রেখেছে বলে ধারণা আমার," যোগ করেন রশিদ।
শনিবার থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের সুপার-টুয়েলভ পর্বে আফগানিস্তান থাকবে দ্বিতীয় গ্রুপে, যেখানে তাদের মুখোমুখি হতে হবে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং বাছাইপর্ব পেরোনো দুটি দলের সঙ্গে।
সূত্র: এএফপি।