বৃষ্টিস্নাত দিনে সাকিবের জলকেলি
দুই দলই প্রস্তুত, অপেক্ষা মাঠে নামার। কিন্তু রোবাবার সকাল থেকেই বৃষ্টি উৎপাত। এই বৃষ্টি আছে তো, পরক্ষণেই নেই। মাঠ প্রস্তুত করতে করতে আবারও ফিরে আসে বৃষ্টির দাপট। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ড্রেসিং রুম, মাঠের কোনো পাশে দাঁড়িয়ে গল্পে, আড্ডায় সময় কাটছিল ক্রিকেটারদের। কিন্তু ব্যতিক্রম কেবল সাকিব আল হাসান। বাঁহাতি এই অলরাউন্ডার যা করলেন, মুহূর্তেই তা ভাইরাল হয়ে গেল সামাজিক যোগাযোগমাধ্যমে।
মাঠের পারফরম্যান্সে সাকিন অনন্য, এ কারণে তাকে সহজেই আলাদা করা যায়। আর মাঠের বাইরে? সেখানেও বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের উপস্থিতি অনদের চেয়ে আলাদা। বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার মিরপুর টেস্টের বৃষ্টিস্নাত দ্বিতীয় দিনে সাকিব হয়ে উঠলেন দুরন্ত কিশোর! মাঠ পাড়ি দেওয়ার সময় উইকেট ঢেকে রাখা কভারে জমে থাকা পানি দেখতেই সেখানে গড়িয়ে পড়লেন বাংলাদেশ অলরাউন্ডার। তার লম্বা স্লাইডের দৃশ্য ধরা পড়ল আলোকচিত্রীদের ক্যামেরায়।
কয়েক দফায় অপেক্ষার পর বেলা ১২টা ৫০ মিনিটে খেলা শুরু হয়। কিন্তু ৬.২ ওভারের খেলার সময় আবার হানা দেয় বৃষ্টি। কভারে ঢেকে দেওয়া হয় উইকেট। বৃষ্টি থামছিল না বলে আরও কয়েকজন ক্রিকেটারের মতো পৌনে দুইটার দিকে ইনডোরের দিকে রওনা দেন সাকিব। সেখানে অনেকটা সময় কাটান অভিজ্ঞ এই ক্রিকেটার। বেলা ৩টায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করার পর ইনডোর থেকে ফিরে আসেন সাকিব।
ফেরার পথে জমে থাকা জলরাশি দেখতেই যেন দুরন্ত কৈশরে ফিরে যান বাঁহাতি এই অলরাউন্ডার। ইনডোর থেকে ফেরার পথে পূর্ব পাশ দিয়ে মাঠে প্রবেশ করে ধীরে ধীরে এগোচ্ছিলেন তিনি। উইকেটে কাছে যেতেই ভোঁ দৌড় সাকিবে। দৌড়ে গিয়ে উইকেট ঢেকে রাখা কভারের উপর ফেলে দিলেন শরীর। লম্বা স্লাইডে অন্তত ১৫-২০ গজ পিছলে এগিয়ে যান সাকিব। গ্যালারিতে তখনও অপেক্ষায় থাকা কয়েকজন দর্শক সাকিবের এমন স্লাইডে চিৎকার করে ওঠেন। যেন দিনের সেরা বিনোদনটা সাকিবের স্লাইড থেকেই পেলেন তারা!
মিরপুর টেস্টের প্রতিচ্ছবিই বলা যায় সাকিবের এই স্লাইড। তার স্লাইডের মতো মিরপুর টেস্টও প্রথম দিন থেকে একেবারে তৃতীয় দিনে যাওয়ার অপেক্ষায়। দ্বিতীয় দিনটা যেন 'স্লাইডের' মাঝের অংশ, নিমেষেই হাওয়া। প্রথম ইনিংসে ৫৭ ওভারে ২ উইকেটে ১৬১ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে পাকিস্তান। দ্বিতীয় ৬.২ ওভারে আরও ২৭ রান যোগ করেছে সফরকারীরা। ৬৩.২ ওভারে ২ উইকেটে তাদের সংগ্রহ ১৮৮ রান। বাবর আজম ৭১ ও আজহার আলী ৫২ রানে অপরাজিত আছেন।