বেতন বাড়লো সালমা-জাহানারাদের
বেতন, ম্যাচ ফি নিয়ে বাংলাদেশের নারী ক্রিকেটারদের অসন্তুষ্টির কথা কার না জানা! কিন্তু ব্যাপারটি সেভাবে আলোচনাতে আসে না। নারী ক্রিকেটাররাও সেভাবে মুখ খুলে কিছু বলেন না। করোনাকালে খুশির খবর পেলেন সালমা-জাহানারারা, বেতন বেড়েছে নারী ক্রিকেটারদের। কেবল বেতনই নয়, নারী ক্রিকেটারদের ম্যাচ ফি'ও বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিষয়টি জানিয়েছেন বিসিবির উইমেন্স উইংয়েরে চেয়ারম্যান চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি জানিয়েছেন, বোর্ড সভায় নারী ক্রিকেটারদের ২০ শতাংশ বেতন বৃদ্ধির অনুমোদন দেয়া হয়েছে।
সর্বশেষ বোর্ড সভায় পুরুষ ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়নি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছিলেন, ১৫ থেকে ২০ শতাংশ বেতন বাড়বে ক্রিকেটারদের। আকরাম খান এও জানিয়েছিলেন, বিসিবি সভাপতিকে তিনি অনুরোধ করার পর ক্রিকেটারদের বেতন বাড়ানোর বিষয়টি অনুমোদন পায়।
একই সভায় নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর প্রস্তাব দেয়া হয়। এটাও অনুমোদন পেয়েছে। এ নিয়ে শফিউল আলম বলেন, 'আমরা নারী ক্রিকেটারদের ২০ শতাংশ বেতন বৃদ্ধি করেছি এবং তারা এই মাস (জুলাই) থেকেই নতুন স্কেলে বেতন পাবে।'
পরের সিরিজ থেকে বাড়ছে ম্যাচ ফিও। নারী ক্রিকেটাররা ম্যাচ ফি হিসেবে ওয়ানডেতে ১০০ ডলার এবং টি-টোয়েন্টিতে ৭৫ ডলার পেতেন। এখন থেকে ওয়ানডেতে ৩০০ ডলার এবং টি-টোয়েন্টিতে ১৫০ ডলার করে পাবেন তারা।
বিসিবির বর্তমান কমিটির শেষ সভায় নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার সংখ্যাও বাড়ানো হয়। ১৯ জনের পরিবর্তে নতুন চুক্তিতে ২২জনকে রাখা হচ্ছে। কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটাররা চারটি ক্যাটাগরিতে বেতন পাবেন। 'এ' ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা ৬০ হাজার টাকা করে বেতন পাবেন। 'বি' ক্যাটাগরির নারী ক্রিকেটারদের বেতন ৪৮ হাজার টাকা। 'সি' ক্যাটাগরির ৩৬ হাজার এবং 'ডি' ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ২৫ হাজার টাকা।