ভাঙা ব্যাট পেয়ে মন খারাপ সাইফউদ্দিনের
টেস্ট দল চলে গেছে জিম্বাবুয়ে। শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটাররা সেরে নিচ্ছেন প্রস্তুতি। সফরের আগে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন তারা। এরই অংশ হিসেবে ব্যাট ঠিক করতে পাঠিয়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তরুণ এই অলরাউন্ডারের ব্যাট ঠিক হয়নি, উল্টো ভাঙা ব্যাট ফেরত এসেছে তার কাছে। ব্যাপারটি নিয়ে যারপরনাই হতাশ সাইফউদ্দিন।
দুটি ব্যাট ঠিক করতে ফেনী থেকে রাজশাহীতে কুরিয়ার করেছিলেন সাইফউদ্দিন। ব্যাট দুটি ঠিক হয়নি, তার কাছে পাঠানো ব্যাট দুটির অবস্থা আরও করুণ। এ নিয়ে হতাশার কথা জানিয়েছেন সাইফউদ্দিন। ভাঙা ব্যাট দুটির কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে মন খারাপের কথা জানিয়েছেন জাতীয় দলের এই ক্রিকেটার।'
সাইফউদ্দিন তার পোস্টে লিখেছেন, 'জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে দুটি ব্যাট ঠিক করতে ফেনী এসএ পরিবহন থেকে রাজশাহীতে পাঠিয়েছিলাম। কিন্তু রিপেয়ারের পরিবর্তে ব্যাটের এই অবস্থা।'
ব্যাট দুটি কিছুদিন আগেই সাকিব আল হাসানের কাছ থেকে নিয়েছেন সাউফউদ্দিন। প্রিয় ক্রিকেটারের কাছ থেকে পাওয়া ব্যাটের এই অবস্থা দেখে বেশি মন খারাপ তার, 'মনটা এ জন্যই বেশি খারাপ কারণ, ব্যাট দুটি আমি সাকিব ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম কিছু দিন আগে।'
ব্যাটের অবস্থা থেকে এসএ পরিবহনে যোগাযোগ করেন সাইফউদ্দিন। কিন্তু এসএ পরিবহন কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, এর দায়ভার তারা নেবে না। এই বিষয়টিও নিজের পোস্টে উল্লেখ করেছেন বাংলাদেশ অলরাউন্ডার, 'এর দায় নিতে নারাজ ফেনী এস এ পরিবহন।'
আট বছর পর জিম্বাবুয়ে সফরে গেছে বাংলাদেশ। এই সফরে একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। প্রথম দফায় জিম্বাবুয়ে গেছে টেস্ট দল। টেস্ট দলে না থাকায় সাইফউদ্দিন প্রথম দফায় যাননি। আগামী ৯ জুলাই ওয়ানডে দলের সঙ্গে জিম্বাবুয়ে যাবেন তিনি। এই সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা হয়েছে তার।