ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ রাহুল দ্রাবিড়!
আমিরশাহিতে আইপিএলের ১৪তম সংস্করণের ফাইনাল ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এলো ভারতীয় ক্রিকেটের সবথেকে বড় খবর। বিরাট কোহলিদের কোচের দায়িত্ব নিতে চলেছেন রাহুল দ্রাবিড়!
হিন্দুস্তান টাইমসের খবর অনুসারে, ভারতীয় দলের আদরের 'জ্যামি' এবার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব সামলাবেন বিরাট কোহলি, রোহিত শর্মাদের।
শুক্রবার রাতে দুবাইয়ে আইপিএল ফাইনালের পর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং সেক্রেটারি জয় শাহ বৈঠক করেছেন রাহুলের সঙ্গে। সেই বৈঠকেই ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে যোগ দেওয়ার জন্য রাহুল সম্মতি প্রদান করেছেন বলে জানা গেছে।
টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পরেই জাতীয় সিনিয়র দলের দায়িত্ব নেবেন তিনি। বিসিসিআই সূত্রে বলা হয়েছে 'দ্রাবিড় ভারতীয় জাতীয় পুরুষ সিনিয়র দলের কোচ হওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন। তিনি কয়েকদিন পরেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান পদ থেকে ইস্তফা দেবেন।'
দ্রাবিড়ের পাশাপাশি মহারাষ্ট্র তথা ভারতের প্রাক্তন পেসার পরশ মামরেকে ২০২৩ পর্যন্ত ভারতীয় দলের বোলিং কোচ হিসেবেও নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়েছে। ফিল্ডিং কোচ হিসেবে বিসিসিআই এখনও কাউকে চূড়ান্ত করেনি। দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন বিক্রম রাঠোর। সূত্রের খবর, বিসিসিআই এবং দ্রাবিড়ের দুই বছরের চুক্তি হয়েছে। এর জন্য দ্রাবিড় ১০ কোটি টাকা করে পারিশ্রমিক পাবেন।
তবে ভারতীয় আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এখনও বিসিসিআই-এর পক্ষ থেকে এ বিষয়ে কোনও রকম আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। ফলে জল্পনা বেড়েই চলেছে।