ভারতের বিশ্বকাপের আয়োজক আরব আমিরাত
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/04/30/sharjah.jpg)
করোনাভাইরাসের কারণে ভারতে যে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন সম্ভব নয়, সেটা বোঝা গেছে বেশ আগেই। দুদিন আগেই ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ আয়োজনের বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। সোমবারে এলো আনুষ্ঠানিক ঘোষণা। সংক্ষিপ্ততম ফরম্যাটের বিশ্বকাপ আমিরাতেই অনুষ্ঠিত হবে।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আমিরাতে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বাকি শুধু আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানানো। আমিরাতে বিশ্বকাপ আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। তবে টুর্নামেন্টের সূচি এখনও চূড়ান্ত হয়নি।
এ বিষয়ে জয় শাহ বলেন, 'আমরা টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিচ্ছি এবং আইসিসিকে জানিয়ে দেওয়া হবে এটা। সূচি পরে করা হবে। এখনও সূচি নিয়ে পুরো সিদ্ধান্ত হয়নি। শিগগিরই জানানো হবে।'
বিশ্বকাপ আয়োজনে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিসিসিআইকে ২৮ জুন পর্যন্ত সময় দিয়েছিল আইসিসি। শেষ দিনে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বিসিসিআই। খেলা আমিরাতে হলেও আয়োজক হিসেবে ভারতের নামই থাকবে। এর আগে আইসিসি জানিয়েছিল, আরব আমিরাতের তিন ভেন্যুর সঙ্গে সম্ভাব্য বিকল্প হিসেবে ওমানকে রাখা হতে পারে। জয় শাহও জানালেন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড হতে পারে ওমানে।
বিশ্বকাপের প্রথম রাউন্ডে অংশ নেবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি, নামিবিয়া, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড। এখান থেকে চারটি দল যাবে মূল পর্বে। সরাসরি মূলপর্বে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও ভারত।