ভালো শুরুর পর চাপে ওয়েস্ট ইন্ডিজ
টেস্টের লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচ দিয়ে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ মিলেছে ওয়েস্ট ইন্ডিজের। বিসিবির একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলছে সফরকারীরা। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ২৯ জানুয়ারি শুরু হওয়া ম্যাচটিতে ব্যাট হাতে দারুণ শুরুও করে উইন্ডিজ। কিন্তু হঠাৎ ছন্দ পতনে চাপে পড়ে গেছে ওয়েস্ট ইন্ডিয়ান্স নামে ম্যাচ খেলতে নামা দলটি।
৩৭ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ চার উইকেটে ১২৩। ক্যারিবীয়দের টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। ডানহাতি এই ব্যাটসম্যান ৫৩ রানে ব্যাটিং করছেন। তার সঙ্গে উইকেটে আছে কাভেম হজ।
টস জিতে আগে ব্যাটিং করতে নামা উইন্ডিজের শুরুটা ভালোই হয়। দলকে দারুণ সূচনা এনে দেন ব্রাথওয়েট ও জন ক্যাম্পবেল। উদ্বোধনী জুটিতে ৬৭ রান যোগ করেন এই দুই ব্যাটসম্যান। ৪৪ রান করা ক্যাম্পবেলকে বিদায় করে এই জুটি ভাঙেন বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য শাহাদাত হোসেন দিপু।
প্রথম উইকেট হারিয়ে ছন্দ হারায় ক্যারিবীয়রা। গুছিয়ে ওঠার আগেই তাদের চেপে ধরেন বিসিবি একাদশের বোলাররা। মনে হয়েছিল শেন মসলে মানিয়ে নিয়েছেন। কিন্তু তাকে বেশিক্ষণ উইকেটে টিকতে দেননি লেগ স্পিনার রিশাদ আহমেদ। ১৫ রান করা মসলেকে বোল্ড করেন তরুণ এই লেগ স্পিনার।
কিছুক্ষণ পর বল হাতে তোপ দাগেন ডানহাতি পেসার খালেদ আহমেদ। এক্সট্রা বাউন্সের ফাঁদে ফেলে এনক্রুমাহ বোনারকে ফেরান তিনি। লাফিয়ে ওঠা বলে ডিফেন্স করার চেষ্টা করেন বোনার। কিন্তু বল তার ব্যাট ছুঁয়ে প্রথম স্লিপে চলে যায়। ঝাঁপিয়ে পড়ে এক হাতে ক্যাচ নেন বিসিবি একাদশের অধিনায়ক নুরুল হাসান সোহান।
জার্মেইন ব্ল্যাকউডকেও টিকতে দেননি রিশাদ হোসেন। উইন্ডিজ সহ-অধিনায়ককে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন তরুণ এই লেগ স্পিনার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ম্যাচে বিসিবি একাদশের হয়ে খেলছেন বাংলাদেশের প্রাথমিক টেস্ট স্কোয়াডে থাকা পাঁচজন ক্রিকেটার। আগামী ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে।