ভুলে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন সৌম্য
নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার বিসিবির পাঠানো বিজ্ঞপ্তিতে দেখা যায়, ১৬ সদস্যের নতুন এই চুক্তিতে নাম নেই সৌম্য সরকারের। তবে সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন বাঁহাতি এই ওপেনার। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিসিবিরি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
সর্বশেষ কেন্দ্রীয় চুক্তি থেকে সৌম্যকে বাদ দেওয়া হলেও নতুন চুক্তির তালিকাতে ছিলেন তিনি। কিন্তু ভুলে তার নামটি বাদ পড়ে গেছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক। সৌম্যকে কেন্দ্রীয় চুক্তিকে অন্তর্ভুক্ত করে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে মিনহাজুল আবেদীন বলেন, 'সৌম্য সরকারকে অন্তর্ভুক্ত করব আমরা। এ নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হবে কিছুক্ষণের মধ্যেই।'
কেন্দ্রীয় চুক্তিতে সৌম্য সরকারের নাম না থাকার কারণ জানাতে গিয়ে প্রধান নির্বাচক বলেন, '২৪ জনের মধ্য থেকে আমরা কাটছাট করেছি। ওই সময়ে একটু মিস হয়ে গেছে। এটা টেকনিক্যাল কোনো ইস্যু না। সাদা বলের ফরম্যাটের চুক্তিতে সৌম্য সরকার থাকছে।'
সৌম্য সরকারসহ কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটার সংখ্যা দাঁড়াবে ১৭ জন। নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান, ইমরুল কায়েস, রুবেল হোসেন, আবু হায়দার রনিরা। মাশরাফি বিন মুর্তজা অনুরোধ জানিয়ে রাখায় তার নাম কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি। নিষিদ্ধ থাকায় সাকিবকে চুক্তিতে রাখার কোনো সুযোগ নেই।
নতুন পাঁচজন ক্রিকেটারের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়েছে। তারা হলেন নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, এবাদত হোসেন, আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখ। আফিফ ও নাঈমকে ডি গ্রুপে রাখা হয়েছে। ক্রিকেটাররা কে কোন গ্রুপে আছেন, সেই তালিকা এখনও দেয়নি বিসিবি।
কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ১৬ ক্রিকেটার: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ও নাঈম শেখ।
বাদ পড়া ক্রিকেটাররা: মাশরাফি বিন মুর্তজা (নিজেই নাম সরিয়ে নিয়েছেন), সাকিব আল হাসান (নিষেধাজ্ঞায় আছেন), ইমরুল কায়েস, আবু হায়দার রনি, খালেদ আহমেদ, রুবেল হোসেন ও সাদমান ইসলাম অনিক।
নতুন যুক্ত হওয়া ক্রিকেটাররা: নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, এবাদত হোসেন, আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখ।