মাইলফলকের ম্যাচ রাঙিয়ে রাখলেন রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালরো আর রেকর্ড যেন একে অপরের প্রতিশব্দ হয়ে উঠেছে। ক্লাব কিংবা জাতীয় দল; মাঠে নামলেই প্রতিপক্ষের জালের দেখা পান পর্তুগিজ এই তারকা ফরোয়ার্ড। যেসব গোলে রেকর্ড পাতা এলোমেলো করে দেন তিনি। বহু রেকর্ড পায়ে লোটানো রোনালদো বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের বিপক্ষে ম্যাচ খেলতে নেমে গড়লেন আরেকটি মাইলফলক, দলও পেল দারুণ এক জয়।
শনিবার ঘরের মাঠে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কাতারের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে পর্তুগাল। দলের হয়ে প্রথম গোলটি করেন রোনালদো। যা তার ক্যারিয়ারের ১১২তম গোল এবং বিশ্বরেকর্ড। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন হোসে ফন্তে। শেষ সময়ে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন আন্দ্রে সিলভা।
গত মাসে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের রেকর্ড নিজের করে নেওয়া রোনালদো এই ম্যাচ দিয়ে আরও একটি মাইলফলক গড়লেন। কাতারের বিপক্ষে পর্তুগালের হয়ে ১৮১তম ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। ইউরোপের জাতীয় দলের আর কোনো ফুটবলার এতো ম্যাচ খেলেননি। সর্বোচ্চ ১৮০ ম্যাচের রেকর্ড ছিল স্পেনের সের্হিও রামোসের। সাবেক সতীর্থকে পেছনে ফেলার ম্যাচ গোল করে রাঙিয়ে রাখলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড।
ম্যাচে পুরোটা সময় কাতারকে পরীক্ষায় রাখে পর্তুগাল। বল দখল ও আক্রমণে বিশ্বকাপ স্বাগতিকদের চেয়ে যোজন এগিয়ে ছিল তারা। ৬১ শতাংশ সময় বল পায়ে রাখা পর্তুগাল গোলমুখে ২৬টি শট নেয়, এর মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। কাতার গোলমুখে মাত্র ৩টি শট নেয়, একটি ছিল লক্ষ্যে। অবিরত আক্রমণে কাতারকে দিশেহারা করে তোলা পর্তুগাল কর্নারই আদায় করে ১২টি। কাতার কোনো কর্নার পায়নি।
৩৭তম মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। বাইলাইনের কাছ থেকে দালোতের হেড পরিষ্কার করতে ব্যর্থ হন কাতারের সালমান। ছয় গজ বক্সে বল পেয়ে সহজেই জালে জড়ান রোনালদো।
৪৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। মারিওর ফ্রি কিকে দানিলো পেরেইরার হেড গোলরক্ষক ফেরালেও বিপদমুক্ত করতে পারেননি। কাছ থেকে জাল খুঁজে নেন ফন্তে। নির্ধারিত সময়ের শেষ মিনিটে দলের বড় জয় নিশ্চিত করে ফেলেন সিলভা। লিয়াওয়ের ক্রসে হেডে করে গোল আদায় করে নেন তিনি।