মুশফিক-লিটনদের না থাকা ও অন্যদের সুযোগ দেওয়া নিয়ে যা বললেন নান্নু
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর দলে বড় পরিবর্তনের আভাস মিলেছিল। কোচিং স্টাফ থেকে শুরু করে অধিনায়কত্ব; সবখানেই পরিবর্তন আনার কথা ভাবছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে পাকিস্তান সিরিজে দল ঘোষণায় সেটার প্রমাণ মিলেছে। টি-টোয়েন্টি দলটি একেবারে বদলে না ফেললেও আনা হয়েছে বেশ কয়েকটি পরিবর্তন।
চোটের কারণে এই সিরিজে খেলা হচ্ছে সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনের। বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকে। এ ছাড়া বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিটন কুমার দাস, সৌম্য সরকার ও রুবেল হোসেন। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাকা হয়েছে সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি, শহিদুল ইসলাম ও আকবর আলীকে। ফেরানো হয়েছে নাজমুল হোসেন শান্ত ও আমিনুল ইসলাম বিপ্লবকে।
মঙ্গলবার মিরপুর একাডেমি ভবনের সামনে ১৬ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এ সময় দল থেকে বাদ পড়া, অন্যদের সুযোগ পাওয়ার কারণ জানান তিনি। টেস্ট সিরিজের কথা মাথায় রেখে মুশফিককে বাদ বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানান মিহহাজুর আবেদীন।
প্রধান নির্বাচক বলেন, 'মুশফিককে নিয়ে ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি। আমাদের পরপর চারটি টেস্ট আছে। পাকিস্তান সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু। এরপরই নিউজিল্যান্ডের সাথে টেস্ট সিরিজ। মুশফিক আমাদের অন্যতম সেরা ও গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমরা চাচ্ছি মুশফিক যেন সেরাটা দিতে পারে। এ জন্য টি-টোয়েন্টি সিরিজে ওকে বিশ্রাম দিয়েছি।'
বিশ্বকাপে ব্যর্থতার বৃত্তে বন্দি থাকা লিটন-সৌম্য বাদ পড়লেও তাদের দিকে নজর থাকবে বলে জানান মিনহাজুল আবেদীন। তিনি বলেন, 'সামনে আমাদের বিপিএল আছে, ঘরোয়া ক্রিকেট আছে। সবাই পারফর্ম করবে। কেউ তো নজরের বাইরে যাবে না। যারা বাইরে আছে তাদের চোখে চোখে রাখতে হবে, একটা প্রক্রিয়ায় রাখতে হবে। জাতীয় দলের পর 'এ' দলের প্রোগ্রাম চলছে, তারপর এইচপি আছে। যেখানে যাকে দরকার হবে, ওখানে রেখেই প্রস্তুত করা হবে।'
নতুন চারজনকে দলে নেওয়ার ব্যাপার প্রধান নির্বাচক বলেন, 'আমরা সবাই জানি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স হয়েছে। নতুন করে পথ চলতে গেলে কিছু নতুন খেলোয়াড়কে দেখতে হবে। এই ফরম্যাটটাই সবচেয়ে তাড়াতাড়ি পরিবর্তনের জায়গা। তাই নতুন খেলোয়াড়দের দেখি। আশা করি যাদের নিয়েছি, তারা আন্তর্জাতিক অঙ্গনের জন্য পুরোপুরি প্রস্তুত আছে। এইচপিতে ট্রেনিং করে এসেছে। আমরাও আশাবাদী ওরা ভালো করবে।'
পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচটি আগামী ১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে পরের দুটি ম্যাচে অনুষ্ঠিত হবে ২০ ও ২২ নভেম্বর। এইপর দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ-পাকিস্তান।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, আমিনুল ইসলাম বিপ্লব, শহিদুল ইসলাম ও ইয়াসির আলী রাব্বি ও আকবর আলী।