মেদভেদেভকে উড়িয়ে চ্যাম্পিয়ন জোকোভিচ
রাফায়েল নাদালকে বিদায় করে সেমি ফাইনালে ওঠা স্টেফানো সিটসিপাসকে হারিয়ে অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে ওঠেন নাদিল মেদভেদেভ। ফাইনালেও দারুণ কিছুর আশায় ছিলেন রাশিয়ার এই টেনিস তারকা। কিন্তু সে আশায় গুড়িবালি, নোভাক জোকোভিচের সামনে দাঁড়াতেই পারলেন না তিনি।
মেদভেদেভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন জোকোভিচ। রড লেভার এরেনাতে মেদভেদেভকে সরাসরি সেটে হারান সার্বিয়ান এই টেনিস সুপার স্টার। প্রথম সেটে ভালোই লড়াই হয়। ৭-৫ গেমে সেট জেতেন জকোভিচ। কিন্তু পরের দুই সেটে অপ্রতিরোধ্য থাকা জোকোভিচ ৬-২, ৬-২ গেমে জিতে শিরোপা নিশ্চিত করেন জকোভিচ।
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন জিতে রেকর্ডও গড়েছেন জোকোভিচ। এই আসরে এটা তার নবম শিরোপা, যা সর্বোচ্চ শিরোপার রেকর্ড। নির্দিষ্ট কোনো গ্র্যান্ড স্ল্যামে যেকোনো টেনিস খেলোয়াড়ের জন্যও এটা সর্বোচ্চ শিরোপার রেকর্ড। এই রেকর্ডে নাদালের পাশে নাম বসিয়েছেন তিনি। ফ্রেন্স ওপেনে সর্বোচ্চ ৯টি শিরোপা জিতেছেন নাদাল।
আরও একটি রেকর্ড ডাকছে জোকোভিচকে। এ জন্য আর ২টি গ্র্যান্ড স্ল্যাম জিততে হবে নাম্বার ওয়ান এই টেনিস তারকাকে। ২০টি করে গ্ল্যান্ড স্ল্যাম জিতে যৌথভাবে শীর্ষে রজার ফেদেরার ও নাদাল। অস্ট্রেলিয়ান ওপেন জিতে ১৮টি গ্র্যান্ড স্ল্যামের মালিক হয়েছেন জোকোভিচ।
এ নিয়ে নবমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন জোকোভিচ। আগের আটবারের মতো এবারও সেরার মুকুট জিতলেন তিনি। অন্যদিকে এই প্রথম প্রতিযোগিতাটির ফাইনালে খেললেন কোনো গ্র্যান্ড স্ল্যাম না জেতা মেদভেদেভ। এরআগে ২০১৯ ইউএস ওপেনের ফাইনাল খেলেন রাশিয়ার এই টেনিস খেলোয়াড়। দারুণ লড়াই করেও নাদালের কাছে হেরে যান তিনি।