রোনালদোর কাণ্ডে ৩৩ হাজার কোটি লোকসান কোকাকোলার
নিয়মিতই সংবাদ সম্মেলনে অংশ নিতে হয় ক্রিশ্চিয়ানো রোনালদোকে। সংবাদ সম্মেলনের সংস্কৃতি ভালো করেই জানা তার। কিন্তু ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচের আগে পর্তুগিজ অধিনায়কের কী হলো, সংবাদ সম্মেলনে এক কাণ্ড ঘটিয়ে ফেললেন। আর তার কাণ্ডে বিশাল অঙ্কের ক্ষতি গুনতে হলো ইউরোর অফিসিয়াল স্পন্সর কোকাকোলাকে।
সংবাদ সম্মেলনে বসে টেবিলে থাকা দুটি কোকাকোলার বোতল সরিয়ে ফেলেন রোনালদো। পানির বোতল তুলে ধরে বলে ওঠেন, 'পানি পান করুন।' ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মাত্র আট ঘণ্টার মধ্যে কোকাকোলার ব্যান্ডমূল্য ৪০০ কোটি ডলার কমে গেছে। শেয়ারের দাম কমে যাওয়ায় ৩৩ হাজার ৯১৫ কোটি টাকা খোয়া গেছে কোকাকোলার। এমন খবর প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
ইউরো চ্যাম্পিয়নশিপে পর্তুগাল-হাঙ্গেরির ম্যাচের আধা ঘণ্টা আগে ইউরোপে শেয়ারবাজার খোলে। সে সময় কোকাকোলার শেয়ারের দাম ছিল প্রায় ৫৬.১০ ডলার করে। কিন্তু অল্প সময়ের মধ্যে ঘটে বড় ধরনের দরপতন। ফেরেঙ্ক পুসকাস স্টেডিয়ামে পর্তুগাল-হাঙ্গেরির ম্যাচ যখন শুরু হয়, তখন কোকাকোলার শেয়ারের দাম কমে দাঁড়ায় ৫৫.২২ ডলার।
শেয়ারের মূল্য ১.৬ শতাংশ কমে গেছে কোকাকোলার। তাদের ব্র্যান্ডমূল্য ২৪ হাজার ২০০ কোটি ডলার থেকে নেমে ২৩ হাজার ৮০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ৪০০ কোটি ডলার খোয়াতে হয়েছে প্রতিষ্ঠানটিকে।
সংবাদ সম্মেলনে হাজির হয়েই রোনালদোর চোখ যায় কোকাকোলার বোতলের দিকে। চেয়ারে বসেই টেবিলে থাকা কোকাকোলার বোতল দুটি সরিয়ে ফেলেন তিনি। পানির বোতল হাতে নিয়ে বলেন 'আগুয়া' (পর্তুগিজ ভাষায় আগুয়া মানে পানি)। পানির বোতল তুলে রোনালদো বোঝাতে চাইলেন, কোমল পানীয়র পরিবর্তে সবাইকে পানি পান করা উচিত।
বিশ্বের অন্যতম সেরা ফুটবলার রোনালদো কখনই কোমল পানীয় পান করেন না। ফিটনেসে অনেক তারকা ফুটবলারের কাছেও রোল মডেল তিনি। খাদ্যাভ্যাসেও কঠোর রোনালদো, এ কারণেই ৩৬ বছর বয়সেও মাঠ দাঁপিয়ে যাচ্ছেন পর্তুগিজ ফুটবলের এই বিস্ময়।