লড়াই করেও হেরে গেলেন সালমারা
ভারতের বিপক্ষে শেষ দুই ম্যাচে জয়ের মধুর স্মৃতি ছিল। প্রস্তুতিও মন্দ হয়নি। আসর শুরুর আগ মুহূর্তে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ জেতে বাংলাদেশের মেয়েরা। কিন্তু আসল লড়াইয়ে ভারতের বিপক্ষে কুলিয়ে উঠতে পারলো না বাংলাদেশ নারী দল। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লড়াই করেও ভারতের বিপক্ষে ১৮ রানে হেরে গেছে সালমাবাহিনী।
সোমবার অস্ট্রেলিয়ার পার্থে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন। শেফালি ভার্মা ও জেমিমাহ রদ্রিগেজের ব্যাটে ৬ উইকেটে ১৪২ রান তোলে হারমানপ্রিত করের দল।
জবাবে শুরুতেই দিক হারায় বাংলাদেশের মেয়েরা। যদিও মুর্শিদা খাতুনের ব্যাটে চাপ কাটিয়ে ওঠে বাংলাদেশ। নিগার সুলতানার ব্যাটিং এক সময় জয়ের স্বপ্নই দেখাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত জয়ের দেখা মেলেনি। ৮ উইকেটে ১২৪ রানে থেমে যায় বাংলাদেশের মেয়েদের ইনিংস।
২১ ফেব্রুয়ারি মাঠে গড়ানো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা ভারতের টানা দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারায় ভারতের মেয়েরা।
জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় ৫ রানেই বিদায় নেন শামীমা সুলতানা। সানজিদা ইসলামকে সঙ্গে নিয়ে লড়াই শুরু করেন মুর্শিদা খাতুন। এই জুটি থেকে ৩৯ রান পায় বাংলাদেশ। মুর্শিদা ৩০ রানে আউট হওয়ার পর বিপদ বাড়ে সালমাদের।
যদিও নিগার সুলতানা জ্যোতির ব্যাটে নতুন গতি পায় বাংলাদেশের ইনিংস। ২৬ বলে ৫টি চারে ৩৫ রান করেন তিনি। নিগারের পর ফারজানা হকও দ্রুত বিদায় নেন। ফাহিমা খাতুন, জাহানারা আলম, রুমানা আহমেদরার পারেননি দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে। ভারতের লেগ স্পিনার পুনম যুদব সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এ ছাড়া শিখা পান্ডে ও অরুন্ধুতি রেড্ডি দুটি করে উইকেট নেন।
এর আগে ব্যাটিং করতে নামা ভারতকে ভালো শুরু করতে দেননি অধিনায়ক সালমা খাতুন। ২ রান করা তানিয়া ভাটিয়াকে ফিরিয়ে দেন তিনি। শুরুর এই ধাক্কা শক্ত হাতে সামাল দেন শেফালি ভার্মার ও জেমিমাহ রদ্রিগেজ। দ্বিতীয় উইকেটে ইনিংসের সর্বোচ্চ ৩৭ রানের জুটি গড়েন এ দুজন।
৩৯ রান করা ম্যাচ সেরা খেলোয়াড় শেফালিকে ফিরিয়ে এই জুটি ভাঙেন পেসার পান্না ঘোষ। ৩৪ রান করা জেমিমাহ রান আউট হয়ে ফিরলে ভারতের রান তোলার গতি কমে যায়। এর পরে আর কেউ দলের হয়ে সেভাবে ব্যাট চালাতে পারেননি। রিচা ঘোষ ১৪ ও কৃষ্ণমূর্তি ২০ রান করেন। বাংলাদেশের সালমা ও পান্না দুটি করে উইকেট নেন।