শান্ত-নাঈমের ইনিংস জেতাতে পারল না আবাহনীকে
জয়ে শুরু, এরপর ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে উড়ছিল আবাহনী লিমিটেড। টানা তিন ম্যাচে জয় তুলে নেয় মুশফিকুর রহিমের দল। অবশেষে থামলো ঐতিহ্যবাহী ক্লাবটির জয়রধ। সোমবার তাদেরকে হারিয়ে দিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।
বিকেএসপির তিন নম্বর মাঠে রোমাঞ্চকর লড়াইয়ে আবাহনীকে ৮ রানে হারিয়েছে খেলাঘর। টুর্নামেন্টে এটা খেলাঘরের দ্বিতীয় জয়। এই জয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে উঠে এসেছে তারা। হেরে তিন নম্বরে নেমে গেছে আবাহনী।
টস জিতে আগে ব্যাটিং করা খেলাঘর ৬ উইকেটে ১৬৪ রান তোলে। সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন ম্যাচ সেরা ইমতিয়াজ হোসেন তান্না। এ ছাড়া রাফসান আল মাহমুদ ১৮ ও মেহেদী হাসান মিরাজ ৩৩ রান করেন। আবাহনীর আরাফাত সানি ও মোসাদ্দেক হোসেন সৈকত ২টি করে উইকেট নেন।
জবাবে ১২ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে চাপে পড়া আবাহনী ৫ উইকেটে ১৫৬ রানে থামে। এই ম্যাচে রানের দেখা পেয়েছেন নিজের ছায়া হয়ে থাকা নাজমুল হোসেন শান্ত। ৪৯ রানের ইনিংস খেলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যর্থ হওয়া শান্ত ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে জায়গা পাননি।
প্রিমিয়ার লিগেও রানের পাচ্ছিলেন না তিনি। প্রথম দুই ম্যাচে যথাক্রমে ২ ও ১১ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। অবশেষে রানে ফিরলেন তিনি, কিন্তু এদিন ম্যাচ হারলো দল। শান্তর মতো ওপেনার নাঈম শেখও করেন ৪৯ রান। মোসাদ্দেকের ২১ ও আফিফ হোসেনের অপরাজিত ২২ রান হারের ব্যবধান কমিয়েছে। খেলাঘরের রনি চৌধুরী ও খালেদ আহমেদ ২টি করে উইকেট নেন।
শাইনপুকুর ক্রিকেট-প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উত্তেজনায় ঠাসা ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। টস জিতে আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৬২ রান তোলে শাইনপুকুর। তানজিদ হাসান তামিম ২৫, সাব্বির হোসেন ৩৬, রবিউল ইসলাম রবি ৩৪ ও মাহিদুল ইসলাম অঙ্কন ৪৪ রান করেন। দুটি করে উইকেট নেন দোলেশ্বরের শামীম হোসেন ও রেজাউর রহমান রাজা।
জবাবে শুরুটা ভালো না হলেও দলকে ঠিক পথে রাখেন সাইফ হাসান ও ফজলে মাহমুদ রাব্বি। সাইফ ৫০ ও ফজলে মাহমুদ ৪১ রান করেন। শেষের দিকে বল ও রানের ব্যবধান বেড়ে যায়। বিশ্বজয়ী যুব দলের সদস্য শামীম ১৬ বলে ২২ রান করে এগিয়ে দিয়ে যান। বাকি কাজটুকু সারেন ম্যাচ সেরা ফরহাদ রেজা। মাত্র ১১ বলে ২টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ২৭ রান করে দলকে জেতান অভিজ্ঞ এই অলরাউন্ডার। শাইনপুকুরের পেসার মোহর শেখ ২টি উইকেট নেন।
ওল্ডডিওএইসএস স্পোর্টস-ব্রাদার্স ইউনিয়ন
দিনের আরেক ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ওল্ডডিওএইসএস স্পোর্টস ক্লাবকে ২ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। টস জিতে আগে ব্যাটিং করতে নামা ম্যাচ সেরা মাইশুকুর রহমানের ৬৮ রানের সুবাদে ৫ উইকেটে ১৩৯ রান তোলে ব্রাদার্স। জবাবে আনিসুর রহমান ইমনের ৬৪, রাকিন আহমেদের ৩৩ ও মাহমুদুল হাসান জয়ের ৩৪ রানের পরও ৩ উইকেটে ১৩৭ রানে থামে ওল্ডডিওএইসএস।