শুক্রবার করোনা পজিটিভ হওয়া প্রিটোরিয়াস রোববার ব্যাটিংয়ে!
দুদিন আগেই করোনাভাইরাস সনাক্ত হয় আয়ারল্যান্ড উলভসের (আয়ারল্যান্ড 'এ') ক্রিকেটার রুহান প্রিটোরিয়াসের শরীরে। যে কারণে শুক্রবার বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভসের মধ্যকার ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায় ৩০ ওভারের পর। সেই প্রিটোরিয়াসই রোববার মাঠে নেমে পড়লেন। আয়ারল্যান্ডের ইনিংস উদ্বোধন করতে নেমে খেললেন ৯০ রানের ইনিংস।
পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচের আগে দুই দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় রুহান প্রিটোরিয়াসসহ সবার ফল নেগেটিভ আসে। তাই দ্বিতীয় ম্যাচে প্রিটোরিয়াসকে নিয়েই মাঠে নেমেছে আইরিশরা। এই ম্যাচে ৩৮ ওভার পর্যন্ত ব্যাটিং করা এই পেস বোলিং অলরাউন্ডার ১২৫ বলে ৯টি চার ও একটি ছক্কায় ৯০ রান করে আউট হন।
দুই দলের ক্রিকেটারদের রুটিন করোনা পরীক্ষা ছিল গত বুধবার। সেটির ফল আসতে দেরি হয়, ততক্ষণে শুক্রবার ম্যাচ শুরু হয়ে যায়। শুক্রবার ম্যাচ চলার সময় জানা যায়, প্রিটোরিয়াস কোভিড পজিটিভ। এরআগে প্রিটোরিয়াস ৪ ওভার বোলিংও করেন। আইরিশ এই অলরাউন্ডারের করোনা পজিটিভ হওয়ার খবরে ৩০ ওভার পর দুই দলের সঙ্গে কথা বলে ম্যাচ পরিত্যক্ত করার ঘোষণা দেন আম্পায়াররা।
এরপর ৩০ বছর বয়সী প্রিটোরিয়াসকে আইসোলেশনে রাখা হয়। শনিবার করা হয় করোনা পরীক্ষা, এই পরীক্ষায় দুই দলের সবাই নেগেটিভ হওয়ায় সূচি অনুযায়ী রোববার মাঠে গড়ায় দ্বিতীয় ম্যাচ। তবে কি দুই দিনেই করোনামুক্ত হয়ে গেলেন প্রিটোরিয়াস? আসলে তেমন কিছু নয়, পরীক্ষার ফলে ভুল আসায় এমন ঘটনা ঘটেছে। ফল যে ভুল হয়েছে, এমনই ধারণা করা হয়েছিল। অবশেষে সেটাই সত্যি হলো।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় একদিনের ম্যাচে প্রিটোরিয়াসের ব্যাটে বড় সংগ্রহই গড়েছে আয়ারল্যান্ড উলভস। ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৩ রান তুলেছে সফরকারীরা। জেমস ম্যাককলাম ৪১, স্টিফেন ডোহেনি ৩৭ ও অধিনায়ক হ্যারি টেক্টর ৩১ রান করেন। সুমন খান ও রকিবুল হাসান ২টি করে উইকেট নেন। জবাবে ২২ ওভারে ২ উইকেটে ১০১ রান তুলেছে বাংলাদেশ ইমার্জিং দল। উইকেটে আছেন মাহমুদুল হাসান জয় ও ইয়াসির আলী রাব্বি।