শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের
সাম্প্রতিক পারফরম্যান্স বলার মতো ছিল না। এর মাঝেই দুয়ারে হাজির সাফ চ্যাম্পিয়নশিপ। তাই শ্রীলঙ্কা অপেক্ষাকৃত দুর্বল দল হলেও মুখ ফুটে দাপুটে ফুটবল খেলার কথা বলেনি বাংলাদেশের কেউ-ই। দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসরটি জয়ে শুরু করাটাই একমাত্র লক্ষ্য ছিল অস্কার ব্রুজোনের দলের। এই লক্ষ্যে অবশ্য বাংলাদেশ সফল।
শুক্রবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে জামাল ভূঁইয়ার দল। পেনাল্টি থেকে বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেন তপু বর্মণ।
ম্যাচে শ্রীলঙ্কার চেয়ে ভালো ফুটবল খেলেছে বাংলাদেশ, তবে মন ভরানো ফুটবল খেলতে পারেনি সফরকারীরা। শক্তির বিচারে লঙ্কানদের বিপক্ষে দাপুটে ফুটবল খেলারই কথা ছিল বাংলাদেশের। কিন্তু সেটা হয়নি, কষ্টের জয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে জামাল-তপুদের।
বল দখল ও আক্রমণ সাজানোয় বাংলাদেশ বেশ এগিয়ে ছিল। ম্যাচে ৫৪ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখে বাংলাদেশ। অবিরত আক্রমণে লঙ্কানদের দিশেহারা করে তোলা বাংলাদেশ গোলমুখে শট নিয়েছে ২০টি। এর মধ্যে ৯টি শট লক্ষ্যে ছিল। শ্রীলঙ্কা শট নেয় ৯টি, এর মধ্যে একটিও লক্ষ্যে ছিল না।
ম্যাচ শুরুর পর থেকেই আক্রমণ সাজাতে থাকে বাংলাদেশ। কিন্তু গোছানো আক্রমণে জালের ঠিকানা করে নিতে পারছিল না তারা। বেশ কয়েকটি পরিষ্কার আক্রমণ সাজিয়েও প্রথমার্থে কোনো গোল আদায় করে নিতে পারেনি বাংলাদেশ।
৫৫তম মিনিটে মেলে জালের দেখা। ডি-বক্সের মধ্যে শ্রীলঙ্কার এক ডিফেন্ডারের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন তপু বর্মণ। এরপর অনেক চেষ্টা করেও আর প্রতিপক্ষের জালের ঠিকানা খুঁজে নিতে পারেনি বাংলাদেশ।