পেসারদের পর সাকিবের স্পিন ছোবল
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বল হাতে শুরু দারুণ এনে দেন মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ। তৃতীয় উইকেটটিও পেসারদের দখলে, ডিওন মায়ার্সকে ফেরান শরিফুল ইসলাম। এরপর শুরু হয় সাকিব আল হাসানের স্পিন ঘূর্ণি। ব্রেন্ডন টেলরের উইকেট নিয়ে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গেছেন তিনি।
বাংলাদেশের হয়ে ২১৪টি ওয়ানডেতে (চলমান ম্যাচসহ) সাকিব উইকেট নিয়েছেন ২৭২টি। মাশরাফির উইকেট ২৬৯টি। দেশের সফলতম পেসারকে ছাড়িয়ে যাওয়ার পর আরও দুটি উইকেট নিয়েছেন সাকিব। বাঁহাতি এই স্পিনারের ঘূর্ণিতে দিক হারিয়ে বসেছে জিম্বাবুয়ে। ২৭৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ১০৮ রানেই ৭ উইকেট হারিয়ে বসেছে স্বাগতিকরা। রেজিস চাকাভা ৪৩ ও টেন্ডাই চাতারা শূন্য রানে ব্যাটিং করছেন।
সাইফউদ্দিনের পর তাসকিনের আঘাত
সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২৭৭ রানের লক্ষ্য দিয়ে বল হাতে দাপুটে শুরু করেছে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই জিম্বাবুয়ে ওপেনার টাডিওয়ানাশে মারুমানিকে ফিরিয়ে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। ইনসাইড এজে ভেঙে যায় মারুমানির স্টাম্প।
তাসকিন তার নিজের তৃতীয় ওভারে উপড়ে নেন আরেক ওপেনার ওয়েসলে মাধেভেরের স্টাম্প। অসাধারণ এক ডেলিভারিতে তাকে পরাস্থ করেন তাসকিন। ১৩ রানেই দুই উইকেট হারিয়ে জিম্বাবুয়ে কোণঠাসা হয়ে পড়েছে। উইকেটে আছেন অধিনায়ক ব্রেন্ডন টেলর ও ডিওন মায়ার্স।