সাকিবদের দলের বিপক্ষে আগুনে মুস্তাফিজ
রাজস্থান রয়্যালস-কলকাতা নাইট রাইডার্স ম্যাচ, যেখানে দেখা যাবে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের লড়াই; এটাই ধরে রেখেছিলেন বাংলাদেশের ক্রিকেটভক্তরা। কিন্তু সেটা হলো না, একাদশে সুযোগ পাননি সাকিব। সব দৃষ্টি তাই মুস্তাফিজের ওপরই ছিল। হতাশ করেননি বাংলাদেশের বাঁহাতি পেসার। কলকাতার বিপক্ষে আগুনে বোলিং করলেন মুস্তাফিজ।
রাজস্থানের একাদশে নিয়মিত সুযোগ পাওয়া মুস্তাফিজ শনিবার ৪ ওভারে খরচা করলেন মাত্র ২২ রান। যা রাজস্থানের বোলারদের মধ্যে সবচেয়ে কম। একটি উইকেটও উঠেছে তার ঝুলিতে। অবশ্য ২২ রানের পাশে ২টি উইকেট থাকতে পারতো। কিন্তু মুস্তাফিজের করা প্রথম ওভারের পঞ্চম বলে শুভমান গিলের তোলা ক্যাচটি নিতে পারেননি ইয়াসাসভি জয়সওয়াল।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতার ব্যাটসম্যানদের পরীক্ষাই নিয়েছেন মুস্তাফিজ। রাজস্থানের অন্য বোলাররাও এদিন বল হাতে দারুণ ছিলেন। আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার ক্রিস মরিস ২৪ রানে নেন ৪ উইকেট। জয়দের উনাড়কাত, চেতন সাকারিয়ারাও প্রতিপক্ষ ব্যাটসম্যানদের চেপে ধরেন। এদের বিপক্ষে বড় সংগ্রহ গড়তে পারেনি কলকাতা, ১৩৩ রানে থেম যায় তাদের ইনিংস।
অন্যান্য ম্যাচের তুলনায় কলকাতার বিপক্ষে মুস্তাফিজকে একটু আগেই বোলিংয়ে টানেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। ইনিংসের চতুর্থতম ওভারটিতে ৭ রান খরচা করেন বাংলাদেশ পেসার। নিজের দ্বিতীয় ওভারে আরও কৃপণ মুস্তাফিজ, এবার মাত্র ২ রান দিয়ে ওভার শেষ করেন তিনি।
শেষের দিকে কাজে লাগানোর জন্য ২ ওভারে ৯ রান খরচা করা মুস্তাফিজকে 'মজুদ' করেন স্যামসন। ১৬তম ওভারে বাঁহাতি এই পেসারের হাতে বল তুলে দেন রাজস্থানের অধিনায়ক। নিজের করা তৃতীয় ওভারের দ্বিতীয় বলেই উইকেট তুলে নেন মুস্তাফিজ। দারুণ এক স্লোয়ার অফ কাটারে কলকাতার রাহুল ত্রিপাঠিকে বোকা বানান তিনি।
মারকাটারি ফরম্যাটে ইনিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়েও মাত্র ৫ রান দিয়ে নিজের তৃতীয় ওভারটি শেষ করেন মুস্তাফিজ। ইনিংসের ১৯তম ওভারে সবচেয়ে বেশি রান দেন তিনি। নিজের শেষ ওভারে বাংলাদেশ পেসারের খরচা ৯ রান। মুস্তাফিজের করা ৪ ওভারে ৩টি চার মারেন কলকাতার ব্যাটসম্যানরা। এবারের আইপিএলে এখন পর্যন্ত ৫ ম্যাচে ৪টি উইকেট নিয়েছেন মুস্তাফিজ।