সাকিবের মাইলফলক
প্রথম ম্যাচেই অপেক্ষা ফুরাতে পারতো সাকিব আল হাসানের। সে ম্যাচে ১৫ রানে বিদায় নেওয়ায় পরের ম্যাচের অপেক্ষা। কিন্ত এবারও হাসেনি তার ব্যাট, বাঁহাতি এই অলরাউন্ডার ১২ রান করে সাজঘরে। টি-টোয়েন্টিতে ৫ হাজার রানের মাইলফলক ছুঁতে তৃতীয় মাচে তার দরকার ছিল ৩ রান। শনিবার অপেক্ষা ফুরিয়েছে ইনিংস উদ্বোধন করতে নামা সাকিবের।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৫ হাজার রান পূর্ণ করার দিনও অবশ্য অনুজ্জ্বল থেকে গেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ৩ রান করে মাইলফলকে পৌঁছেই আউট হয়েছেন টানা তিন ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হওয়া সাকিব।
আরেকটি হতাশার ম্যাচে সাকিবের প্রাপ্তি দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৫ হাজার রান পূর্ণ করা। তার আগে কেবল তামিম ইকবাল এই মাইলফলক ছুঁয়েছেন, বাঁহাতি ওপেনারের রান ৫ হাজার ৮৬৪।
ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে রানের মাইলফলক ছোঁয়ার দিন ডাবলের স্বাদ পেয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫ হাজার রান ও তিনশ'র বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন সাকিব। পাঁচ হাজার রান পাওয়া সাকিবের টি-টোয়েন্টিতে উইকেট ৩৫৫টি।
এর আগে এই কীর্তি গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেল। ব্রাভোর টি-টোয়েন্টিতে রান ৬ হাজানের ৩৩১, উইকেট ৫১২টি। আন্দ্রে রাসেলের রান করেছেন ৫ হাজার ৭২৮, উইকেট ৩০০টি।