সাকিব-মুস্তাফিজ লড়াই হলো না
আইপিএলে রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ; এই ম্যাচে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের সবচেয়ে বেশি মনোযোগ। রাজস্থানে মুস্তাফিজুর রহমান ও কলকাতায় সাকিব আল হাসান খেলছেন। এই দুই ক্রিকেটারের লড়াই দেখার অপেক্ষায় ছিল বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। কিন্তু এই দুই দলের প্রথম সাক্ষাতে সাকিব-মুস্তাফিজ লড়াই হলো না।
শনিবার রাজস্থান-কলকাতার ম্যাচে মুস্তাফিজ একাদশে জায়গা পেলেও ব্যাটে-বলে অনুজ্জ্বল থেকে যাওয়া সাকিবকে বসিয়ে রেখেছে কলকাতা। সর্বশেষ ম্যাচের মতো এই ম্যাচেও সাকিবের বদলে একাদশে জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার সুনীল নারাইন।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাত আটটায় শুরু হতে যাওয়া ম্যাচে টসভাগ্য সঞ্জু স্যামসনের পক্ষে গেছে। কলকাতাতে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন রাজস্থানের অধিনায়ক।
রাজস্থান রয়্যালস একাদশ: জস বাটলার, ইয়াসাসভি জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক), ডেভিড মিলার, শিবাম ধুবে, রাইয়ান পরাগ, রাহুলে তেওয়াটিয়া, ক্রিস রিস, জয়দেব উনাড়কাত, চেতন সাকারিয়া ও মুস্তাফিজুর রহমান।
কলকাতা নাইট রাইডার্স একাদশ: নিতিশ রানা, শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), দীনেশ কার্তিক, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, বরুণ চক্রবর্তী, শিবাম মাভি ও প্রদীস কৃষ্ণ।