সালাউদ্দিন-মানিক থাকলেও ভোটের মাঠে নেই বাদল রায়
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বহুল আলোচিত নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। শনিবার দুপুর ২টা থেকে হোটেল সোনাগাঁওয়ে শুরু হয় ভোটযুদ্ধ। এরআগে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত বাফুফের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।
বার্ষিক সাধারণ সভায় আর্থিক বিবরণী পেশ করা হয়েছিল এজিএমে, যা সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। তিনজন ছাড়া কাউন্সিলরদের সবাই উপস্থিত ছিলেন। ১৩৯ জন কাউন্সিলরের মধ্যে অনুপস্থিত ছিলেন চট্টগ্রাম আবাহনীর কাউন্সিলর তরফদার মোহাম্মদ রুহুল আমীন, ফরিদপুরের কাউন্সিলর নাজমুল ইসলাম খন্দকার ও পাবনার কাউন্সিলর অঞ্জন চৌধুরী পিন্টু।
নির্বাচনকে ঘিরে শনিবার সকাল থেকে হোটেল সোনারগাঁওয়ে উৎসব মুখর পরিবেশ। প্রার্থী-ভোটাররা ছাড়াও নির্বাচনী ভেন্যুতে হাজির হয়েছেন সাবেক অনেক ফুটবলার, সংগঠক। দেখা গেছে দুই সভাপতি প্রার্থী কাজী সালাউদ্দিন ও শফিকুল ইসলাম মানিককে। তবে ভোট গ্রহণের এক ঘণ্টা পরও দেখা যায়নি সুর পাল্টে নির্বাচনে নামা আরেক সভাপতি প্রার্থী বাদল রায়কে।
নির্বাচনে লড়ার কথা ছিল না তার। সভাপতি পদে লড়াই করার ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন বাদল রায়। অসুস্থতার কথা জানিয়ে গত ১২ সেপ্টেম্বর স্ত্রী মাধুরী রায়কে দিয়ে নির্বাচন কমিশনার বরাবর প্রত্যাহারপত্র পাঠিয়েছিলেন তিনি।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর বাদল রায়ের প্রত্যাহারপত্র নির্বাচন কমিশনারের হাতে পৌঁছায়। যে কারণে ব্যালট পেপারে নাম আছে বাদল রায়েরও। নাম থেকে যাওয়ায় শুক্রবার নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি।
যদিও ভোটের মাঠে এখন পর্যন্ত তার দেখা মেলেনি। কেন আসেননি, সেটা জানতে কল করা হলে বাদল রায়ের ফোন বন্ধ পাওয়া গেছে। জানা গেছে ভোটের ভেন্যুতে তিনি আসবেন না। যদিও গত দুদিন ধরে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তিনি।
শনিবার সকালেই ভোট কেন্দ্রে হাজির হন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে লড়া শফিকুল ইসলাম মানিক। ভোট চলাকালীন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, 'পরিবতর্নের দিকেই আছেন কাউন্সিলররা। আমি এখনও বিশ্বাস করি যে, সবাই একটি পরিবর্তনে বিশ্বাসী।'
'যোগ্যতার বিচারে এবং এখন পর্যন্ত যে কাজ হচ্ছে, আমি যে ইশতেহার দিয়েছি সেটা সবাই গ্রহণ করেছে সুন্দরভাবে। আমার প্রতি তাদের আস্থা রয়েছে বলেই মনে করি এবং আমারও কাউন্সিলরদের প্রতি আস্থা আছে যে, আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন না।' যোগ করেন সাবেক এই ফুটবলার।