সুন্দরের অসুন্দর সমাপ্তি
সুন্দর ব্যাপারটা নামের মধ্যেই; ওয়াশিংটন সুন্দর। ইনিংসটাও অতি সুন্দর। তবু ভারতীয় এই বোলিং অলরাউন্ডারের ইনিংসের শেষটা হলো অসুন্দরভাবে। সতীর্থদের ব্যর্থতায় টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া হলো না তার। চার রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হলো বাঁহাতি এই ব্যাটসম্যানকে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে দলের দুঃসময়ে কাণ্ডারি হয়ে ওঠা ওয়াশিংটন সুন্দর ৯৬ রানে ব্যাটিং করা অবস্থায় শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস।
সিরিজ নির্ধারণী ম্যাচে ভারতের ব্যাটিং দুর্দশা কাটিয়ে তোলেন ঋষভ পন্ত। ওয়ানডে স্টাইলে ১০১ রানের ইনিংস খেলে দলের স্কোরকার্ড সমৃদ্ধ করে মাঠ ছাড়েন বাঁহাতি এই ব্যাটসম্যান। এরপর ভারতকে পথ দেখাতে শুরু করেন ওয়াশিংটন সুন্দর। পন্তের সঙ্গে ইনিংস সেরা ১১৩ রানের জুটি গড়ার পর অক্ষর প্যাটেলের সঙ্গেও ১০৬ রানের জুটি গড়েন ওয়াশিংটন।
ওয়াশিংটনকে যোগ্য সঙ্গই দিয়েছেন অক্ষর প্যাটেল। বাঁহাতি এই বোলিং অলরাউন্ডার ৪৩ রানের ইনিংস খেলেন। কিন্তু অক্ষর আউট হওয়ার পর দলের রান বাড়িয়ে নেওয়ার বা নিজের সেঞ্চুরি পর্ণ করার সুযোগই পাননি ওয়াশিংটন। ১১৫তম ওভারের প্রথম ও চতুর্থ বলে ইশান্ত শর্মা ও মোহাম্মদ সিরাজকে ফিরিয়ে ভারতের ইনিংসের ইতি টেনে দেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস।
অপর প্রান্তে দাঁড়িয়ে ওয়াশিংটন সুন্দরকে কেবল দলের উইকেট পতনই দেখে যেতে হয়। ২২ গজের ওপারটা বেশি দূরে না হলেও সেঞ্চুরি থেকে তার ৪ রানের ব্যবধান বিশালই থেকে যায়। ৯৬ রানের হার না মানা ইনিংসে ওয়াশিংটন বল মোকাবেলা করেছেন ১৭৪টি। যেখানে ছিল ১০টি চার ও একটি ছক্কার মার।
সেঞ্চুরি বঞ্চিত হলেও দলকে এগিয়ে নেওয়ার তৃপ্তি আছে ওয়াশিংটনের। পন্তের ১০১ ও তার ৯৬ রানের সুবাদেই প্রথম ইনিংসে ৩৬৫ রান তোলে ভারত। প্রথম ইনিংসেই মিলেছে ১৬০ রানের বড় লিড। যে রান পাড়ি দিয়ে ইনিংস হার থেকে বাঁচতে লড়ে যাচ্ছে ইংল্যান্ড।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে অশ্বিন ও অক্ষরের বোলিং তোপে ৬৫ রানেই ৬ উইকেট হারিয়েছে ইংলিশরা। ৩৩ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ৯১ রান। উইকেটে আছেন ড্যান লরেন্স ও বেন স্টোকস। অশ্বিন ও অক্ষর ৩টি করে উইকেট নিয়েছেন।