স্টাম্প টুকরো টুকরো করে ফেললেন মুস্তাফিজ
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মুস্তাফিজুর রহমানের দাপট চলছেই। গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে বাঁহাতের খেল দেখিয়ে যাচ্ছেন বাংলাদেশের এই পেসার। প্রতি ম্যাচেই তার ঝুলিতে জমা হচ্ছে উইকেট। ৯ ম্যাচে ইতোমধ্যে ২১ উইকেট জুলিতে পুড়েছেন তিনি, যা এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ। মঙ্গলবার বেক্সিমকো ঢাকার বিপক্ষে আরও দাপুটে মুস্তাফিজের দেখা মিলল।
এদিন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের সাজঘর তো দেখিয়েছেনই, স্টাম্পও চুরমার করে দিয়েছেন তিনি। অসাধারণ এক ডেলিভারিতে স্টাম্প কয়েক টুকরো করে ফেলেন মুস্তাফিজ।
দ্বিতীয় কোয়ালিফায়ারে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হয়েছে প্রথম কোয়ালিফায়ারে হার মানা চট্টগ্রাম। এই ম্যাচে চট্টগ্রামের বোলারদের তোপে ১১৬ রানেই গুটিয়ে গেছে মুশফিকুর রহিমের দল। মুস্তাফিজ শুরুতে ভালো করতে না পারলেও নিজের চতুর্থ ওভার করতে এসে আগুনে বোলিং করেন।
ইনিংসের ১৯তম ওভার করছিলেন চট্টগ্রামের এই পেসার। প্রথম বলে ছক্কা হজম করা মুস্তাফিজ দ্বিতীয় বলে আল আমিন জুনিয়রের স্টাম্প উপড়ে নেন। পরের ব্যাটসম্যান নাসুম আহমেদও মুস্তাফিজের শিকার।
তৃতীয় বলে নাসুমকে বোল্ড করেন কাটার মাস্টারখ্যাত এই পেসার। নাসুমকে বোল্ড করা মুস্তাফিজের ডেলিভারিটা ছিল দুর্বার। ঢাকার স্পিনার কিছু বুঝে ওঠার আগেই তার মাঝের স্টাম্প গুঁড়িয়ে দেন মুস্তাফিজ। স্টাম্প কয়েক টুকরো হয়ে যায়।