স্ত্রীর সঙ্গে শুধু মেসিকে নিতেন সাকিব
পেশায় তিনি ক্রিকেটার। সারা বছর ব্যাট-বলের সঙ্গেই সময় কাটে সাকিব আল হাসানের। কিন্তু অনুশীলনে ফুটবল পেলে সব ভুলে যান বাংলাদেশ অলরাউন্ডার। হয়ে ওঠেন পুরোদস্তর ফুটবলার। ফুটবলার সাকিব ড্রিবলিংয়েও মন্দ নন। এ কারণেই হয়তো লিওনেল মেসি তার প্রিয় ফুটবলার। আর্জেন্টাইন ফুটবল জাদুকর তার কাছে এতটাই প্রিয় যে, চাঁদে যাওয়ার সুযোগ হলে স্ত্রীর সঙ্গে শুধু মেসিকে নিতেন সাকিব।
এরআগে অনেকবারই সাকিব বলেছেন, লিওনেল মেসি তার প্রিয় ফুটবলার। কতোটা প্রিয়, সেটা বোঝা গেল সাকিবের কথায়। করোনাভাইরাস দুর্গতের সাহায্যে নিজের বিশ্বকাপের ব্যাট নিলামে তুলেছিলেন সাকিব। নিলামের অংশ হিসেবে অকশন ফর অ্যাকশন পেজ থেকে লাইভে আসেন সাকিব।
লাইভে ভক্তদের অনেক প্রশ্নের উত্তর দেন তিনি। একজন ভক্ত প্রশ্ন করেন, চাঁদে যাওয়ার সুযোগ পেলে স্ত্রী উম্মে আহমেদ শিশির ছাড়া আর কাকে সঙ্গে রাখবেন। সঙ্গে সঙ্গেই সাকিব বলে ওঠেন, 'মেসি।'
এ সময় সাকিব আরও কিছু প্রশ্নের উত্তর দেন। এক ভক্ত সেরা ইনিংসের কথা জানতে চাইলে কয়েকটি ইনিংসের কথা বলেন বাঁহাতি এই অলরাউন্ডার, 'গত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংসটি আমার খুব প্রিয় (৯৯ বলে ১২৪*)। ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিটিও অনেক প্রিয় (১১৯ বলে ১২১)। যদিও ইংল্যান্ডের কাছে আমরা হেরেছি, তারপরও ব্যক্তিগত দিক থেকে ইনিংসটি ভালো লাগার।'
এ ছাড়া টেস্টের ডাবল সেঞ্চুরিটিও সাকিবের কাছে অন্যতম সেরা। তিনি বলেন, 'ডাবল সেঞ্চুরির কথা তো বলতেই হবে (২১৭)। নিউজিল্যান্ডে গিয়ে ওদের বিপক্ষে এমন ইনিংস খেলতে পারা আমার কাছে খুবই স্পেশাল। এ ছাড়া ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৯২ রানের ইনিংসটিও খুব ভালো ছিল। টি-টোয়েন্টির কথা বললে, অবশ্যই ২০১২ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৮৪ রানের ইনিংসটি বলব।'
একটি ইনিংস নিয়ে আক্ষেপের কথাও জানিয়েছেন সাকিব। প্রশ্ন করা হয়, সুযোগ থাকলে কোন ইনিংসটি নতুন করে সাজাতেন। উত্তরে ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষের ইনিংসের কথা জানান সাকিব। পুরো আসরে কেবল এই ইনিংসেই সাকিব হাফ সেঞ্চুরি করতে পারেননি।
বাঁহাতি এই অলরাউন্ডার বলেন, 'বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসটি নুতন করে সাজাতাম। বিশ্বকাপে একমাত্র ওই ইনিংসেই মনে হয় কিছুটা ঘাটতি থেকে গেছে। ৪১ রানে আউট হয়ে যাই। সুযোগ থাকলে আবার ইনিংস খেলতাম। তবে অবশ্যই ৪১ থেকে শুরু করতাম। শূন্য থেকে শুরু করতে হলে আরও কম রানেও আউট হতে পারি!'