হাঁটু গেড়ে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের প্রতিবাদ
'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলন ইংল্যান্ড থেকে শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডে সফরেও মাঠে বর্ণবিরোধী প্রতিবাদ জানায় ক্যারিবীয়রা। এবার মিরপুরেও হাঁটু গেড়ে মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন উইন্ডিজ ক্রিকেটাররা।
এদিন শুধু তারাই নয়, বাংলাদেশের ক্রিকেটাররাও এই আন্দোলনে অংশ নেন। বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরুর আগে দুই দলের ক্রিকেটার, কোচিং স্টাফ ও ম্যাচ অফিসিয়ালরা 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলনে অংশ নেন।
ম্যাচ শুরুর ৫ মিনিট আগে দুই দলের ক্রিকেটারসহ অন্যান্যরা সাড়িবদ্ধ হয়ে এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এর আগে রঙিন বেলুন উড়িয়ে কোবাংলাদেশের মাঠে ফেরা উদযাপন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত মে মাসে যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর গোটা বিশ্বে বর্ণবাদবিরোধী আন্দোলন শুরু হয়। সেই আন্দোলন ছড়িয়ে পড়ে ক্রীড়াঙ্গনেও। ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটাররা এই আন্দোলনে সবচেয়ে সরব ভূমিকা পালন করে আসছে।
ক্যারিবীয়দের বিপক্ষে এই ম্যাচ দিয়ে দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলো বাংলাদেশ দল। করোনার প্রকোপ শুরুর আগে গত বছরের মার্চে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে বাংলাদেশ।