হায়দরাবাদকে বড় লক্ষ্য দিলো সাকিবের দল
আট নম্বর ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং করতে নেমে বেশি বল খেলার সুযোগ হলো না সাকিব আল হাসানের। ৫ বলে ৩ রান করে এবারের আইপিএল মিশন শুরু করলেন বাংলাদেশের বাঁহাতি এই অলরাউন্ডার। নিজে রান করতে না পারলেও সাকিবদের দল কলকাতা নাইট রাইডার্সের সংগ্রহ বেশ বড় হয়েছে।
শনিবার চেন্নাইয়ে নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৬ উইকেটে ১৮৭ রান তুলেছে কলকাতা। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ওপেনার নিতিশ রানা ৮০ রানের অসাধারণ ইনিংস খেলেন। ঝড়ো ইনিংস খেলেন রাহুল ত্রিপাঠি ও দীনেশ কার্তিক। এই তিন ইনিংসে বড় সংগ্রহ পেয়ে যায় বলিউড কিং শহরুখ খানের দল।
দলকে দারুণ সূচনা এনে দেন নিতিশ রানা ও শুভমান গিল। ৭ ওভারে উদ্বোধনী জুটিতে ৫৩ রান যোগ করেন এই দুজন। শুভমান ১৩ রান করে ফিরলেও রানা দাপটের সঙ্গে ব্যাট চালিয়ে যেতে থাকেন নিতিশ। এরপর যোগ দেন রাহুল ত্রিপাঠি। এই জুটিতে ১৪৬ রানে পৌঁছে যায় কলকাতা।
ত্রিপাঠির বিদায়ে ভাঙে এই জুটি। ২৯ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন ডানহাতি এই ব্যাটসম্যান। এরপর হঠাৎ-ই এলোমেলো হয়ে পড়ে কলকাতার ইনিংস। দ্রুতই ফিরে যান আন্দ্রে রাসেল। কিছুক্ষণ পর ফেরেন ৫৬ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ৮০ রান করা নিতিশ রানা।
অধিনায়ক ইয়ইন মরগানও ব্যাট চালাতে পারেননি। ২ রান করেই থামেন তিনি। শেষের দিকে রান বাড়িয়েছেন দীনেশ কার্তিক। ৯ বলে ২টি চার ও একটি ছক্কায় অপরাজিত ২২ রান করেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।
কার্তিকের সঙ্গে ব্যাটিং করা সাকিব ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি। ৫ বলে করেন ৩ রান। শেষ বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ তুলে আউট হন বাংলাদেশ অলরাউন্ডার। হায়দরাবাদের দুই আফগান স্পিনার মোহাম্মদ নবী ও রশিদ খান ২টি করে উইকেট নেন।