১৫ বছর পর রিংয়ে ফিরছেন বিশ্বখ্যাত বক্সার মাইক টাইসন
দীর্ঘ বিরতির পর রিংয়ে ফিরছেন সর্বকালের অন্যতম সেরা হেভিওয়েট চ্যাম্পিয়ন মাইক টাইসন।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, আগামী ১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ডিগনিটি হেলথ স্পোর্টস পার্কে রয় জোন্স জুনিয়রের সাথে লড়বেন ৫৪ বছর বয়সী টাইসন।
১৯৮৬ সালে মাত্র ২০ বছর বয়সে শিরোপা জিতে ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ হেভিওয়েট চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেন টাইসন এবং দীর্ঘ সময়ের জন্য বক্সিংয়ের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা ছিলেন তিনি।
তবে নানা বিতর্কের কারণে ২০০৫ সালে বক্সিং থেকে অবসর গ্রহণ করেন তিনি।
অবসর নেওয়ার সময়ে তার নামের পাশে ছিল ৫০টি জয়, ৬টি হার এবং ৪৪টি নকআউট করার বিরল কৃতিত্ব।
টাইসনের প্রতিদ্বন্দ্বী ৫১ বছর বয়সী রয় জোন্সও অভিজ্ঞ বক্সার। ১৯৮৮ সালে সিউল অলিম্পিকে যুক্তরাষ্ট্রের হয়ে বক্সিংয়ে রূপা জিতেছিলেন তিনি।
রয় জোন্স এবং মাইক টাইসনের মধ্যকার এ লড়াই টাকা দিয়ে দেখা যাবে ট্রিলার নামে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মিউজিক অ্যাপে। ট্রিলারকে চীনা ভিডিও অ্যাপ টিকটকের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, টাইসনের প্রত্যাবর্তনের এই ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে নিজেদের অবস্থান জানান দেবে এই অ্যাপটি।