৩১৩ দিন পর মাঠে বাংলাদেশ, হাসান মাহমুদের অভিষেক
করোনাভাইরাসের লম্বা বিরতি শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলো বাংলাদেশ ক্রিকেট দল। ৩১৩ দিন পর মাঠে নেমেই টস জিতেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা সাড়ে ১১টায় শুরু হবে।
এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন এক বছরের নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করা সাকিব আল হাসান। গত ছয় বছরে তৃতীয়বারের মতো মাশরাফিকে ছাড়া ওয়ানডে খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২০১৭ সালে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এ ছাড়া ২০১৯ সালে ইনজুরির কারণে শ্রীলঙ্কা সফরে তিনটি ওয়ানডে খেলা হয়নি মাশরাফির।
কারিবীয়দের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে হাসান মাহমুদের। বাংলাদেশের ১৩৪তম ওয়ানডে ক্রিকেটারের ক্যাপ উঠেছে তরুণ এই পেসারের মাথায়। একাদশে জায়গা হয়নি মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মাহেদী হাসান, ও শরিফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ দলে ছয়জনের অভিষেক হয়েছে। তারা হলেন জোশুয়া ডা সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, এনক্রুমাহ বোনার, কাইল মায়ার্স, জাহার হ্যামিল্টন, ও কেমার হোল্ডার।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ।
একাদশে জায়গা হয়নি যাদের: মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মাহেদী হাসান, ও শরিফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল আমব্রিস, জোশুয়া ডা সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, এনক্রুমাহ বোনার, রভম্যান পাওয়েল, কাইল মায়ার্স, জাহার হ্যামিল্টন, রেমন রেফার, আলজারি জোসেফ ও কেমার হোল্ডার।
একাদশে জায়গা হয়নি যাদের: আকেল হোসেইন, কেজর্ন ওটলি, রোমারিও শেফার্ড ও হেডেন ওয়ালশ জুনিয়র।