‘আফগানদের হত্যা করা বন্ধ হোক’; বিশ্ব নেতাদের কাছে রশিদ খানের আর্জি
আফগানিস্তানের অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। তালেবান হামলার মুখে অকার্যকর হয়ে পড়ছে প্রাদেশিক রাজধানীগুলো। প্রতিদিনই অসংখ্য মানুষ মারা যাচ্ছেন। নিজের দেশের এমন অবস্থা মেনে নিতে পারছেন না রশিদ খান। আফগানিস্তানে শান্তি ফেরাতে বিশ্ব নেতাদের কাছে আবেদন জানিয়েছেন দেশটির তারকা এই ক্রিকেটার।
দেশের উত্তাল অবস্থায় চুপ করে থাকতে পারেননি বর্তমান সময়ের সেরা এই লেগ স্পিনার। বিশ্ব নেতাদের কাছে রশিদের আর্জি, আফগানদের হত্যা করা এবং আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ হোক। বিশ্ব নেতাদের কাছে আবেদন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে টুইট করেছেন তিনি।
রশিদ খান লিখেছেন, 'প্রিয় বিশ্বনেতারা, আমার দেশ বিশৃঙ্খলার মধ্যে আছে। শিশু, মহিলাসহ হাজার হাজার নির্দোষ মানুষ প্রতিদিন মারা যাচ্ছেন। ঘরবাড়ি ও সম্পত্তি ধ্বংস হচ্ছে, হাজার হাজার পরিবার ঘরহারা হয়ে পড়ছে। এমন বিশৃঙ্খলার মধ্যে আমাদের ছেড়ে যাবেন না। আফগানদের হত্যা করা এবং আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ হোক। আমরা শান্তি চাই।'
আফগানিস্তানের অবস্থা এতটাই ভয়াবহ যে, দেশটির ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পদত্যাগ করেছেন। কেবল পদত্যাগ নয়, ইতোমধ্যে দেশও ছেড়েছেন তিনি। তালেবানের হামলা মোকাবিলায় দেশটিতে নতুন সেনাপ্রধান নিয়োগ দেওয়া হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা তথ্যমতে আগামী ৯০ দিনের মধ্যেই তালেবানের হাতে পতন ঘটতে পারে আফগানিস্তানের রাজধানী কাবুলের।