‘কখনও চিন্তাও করিনি স্কটল্যান্ডের বিপক্ষে আমরা হারতে পারি’
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/10/18/papon.jpg)
হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে বাংলাদেশের। প্রথম রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে রোববার অপেক্ষাকৃত দুর্বল দল স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানে হার মানে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ব্যাটিং ব্যর্থতার কারণে হারতে হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।
সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহর শারীরিক ভাষাই বলে দিচ্ছিল তিনি কতটা হতাশ। তবে সেটা নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের চেয়ে বেশি নয়। দলের খেলা দেখতে ওমানে অবস্থান করা বিসিবি সভাপতি জানিয়েছেন, স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হারতে পারে, এটা তিনি কখনও চিন্তাও করেননি।
প্রচন্ড হতাশা ব্যক্ত করে নাজমুল হাসান বলেন, 'কখনও চিন্তাও করা হয়নি যে আমরা স্কটল্যান্ডের সঙ্গে ম্যাচটা হারতে পারি। আমরা শ্রীলঙ্কার সাথে অনুশীলন ম্যাচ হেরেছি, আয়ারল্যান্ডের সাথে হেরেছি। কিন্তু তখন আমাদের মনে হয়েছে যে আমাদের নিয়মিত চারটা খেলোয়াড় নেই। তামিম নেই, বিশ্বকাপেই নেই সে। সাকিব নেই, রিয়াদ ইনজুরিতে, মুস্তাফিজ নেই। একটা দলের নিয়মিত তিন-চারটা খেলোয়াড় যদি না খেলে, তাহলে এটা হতেই পারে।'
'কিন্তু কাল তো সমস্যাটা ছিল না। কাল তো আমাদের পুরো দলই ছিল। সে জায়গাটায় আমরা এভাবে হেরে যাব, এটা কোনোভাবে কল্পনা, মানে কখনও চিন্তাও আসেনি মাথায়। সত্যি কথা বলতে আমরা কখনও চিন্তাও করিনি যে স্কটল্যান্ডের সাথে আমরা হারতে পারি।' যোগ করেন বিসিবি সভাপতি।
ব্যাটিংয়ে রক্ষণাত্মক মানসিকতার কারণে বাংলাদেশ ম্যাচটি হেরে গেছে বলে মনে করেন নাজমুল হাসান। তিনি বলেন, 'দল হারতেই পারে। কিন্তু মানসিকতা তো ঠিক থাকবে। ম্যাচে খেলার মানসিকতা, শারীরিক ভাষা কিছুই ঠিক ছিল না। কোনোভাবেই না। প্রথম ৬ ওভারে সুবিধা থাকে। তখন মারতে গেলে উইকেট যাবে, সেটা স্বাভাবিক। কিন্তু দুটি উইকেট যাওয়ার পরে ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করেছে, সেখানেই তো ম্যাচ হেরে গেছি আমরা।'