‘৯০ শতাংশ মানুষ বিশ্বাস করে ভারত-আফগানিস্তান ম্যাচ পাতানো ছিল’
[টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড-আফগানিস্তান। সেমি-ফাইনাল নিশ্চিত করার দৌড়ে এই ম্যাচের মাহাত্ম্য এখন সবচেয়ে বেশি। ভারতের কাছেও এই ম্যাচের গুরুত্ব তেমনই। কেবল আফগানিস্তানের জয়ই পারে বিরাট কোহলিদের সেমি-ফাইনাল স্বপ্ন বাঁচিয়ে রাখতে। সবার দৃষ্টি যখন এই ম্যাচে শোয়েব আখতার একটু পেছনে নজর দিলেন। পাকিস্তানের কিংবদন্তি এই পেসারের মতে, ৯০ শতাংশ মানুষ বিশ্বাস করে যে, ভারত-আফগানিস্তান ম্যাচটি পাতানো ছিল।
সুপার লিগে ২ নম্বর গ্রুপ থেকে টানা চার জয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করে রেখেছে পাকিস্তান। বাকি দলটি হওয়ার লড়াইয়ে আছে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ভারত। চার ম্যাচের তিনটিতে জেতা কিউইদের জন্য হিসাবটা খুব সোজা, আফগানদের বিপক্ষে জিতলেই সেমিতে উঠে যাবে তারা। বাদ পড়ে যাবে ভারত ও আফগানিস্তান।
তাই নিজেদের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আফগানিস্তানের সমর্থক হয়ে উঠেছে ভারত। এই ম্যাচে রশিদ-নবীরা জিতলে তাদের চেয়েও বেশি লাভ ভারতের। নামিবিয়ার বিপক্ষে জয় পেলেই শেষ চারের টিকেট পাবে ভারত। তিন জয় নিয়েও বাদ পড়তে হবে নিউজিল্যান্ড ও আফগানিস্তানকে। তবে শোয়েব আখতার মনে করেন, এই ম্যাচে আফগানিস্তান জিতলে অনেক প্রশ্নের জন্ম দেবে।
এ ছাড়া আফগানিস্তানের বিপক্ষে ভারতের বিশাল জয়ের ম্যাচটি নিয়ে যে অনেকেরই সন্দেহ, সেটাও মনে করালেন তিনি। ক্রিকেট ইতিহাসের দ্রুততম এই বোলার জিও টিভির ক্রিকেটভিত্তিক অনুষ্ঠান জশনে ক্রিকেটে এ নিয়ে কথা বলেন। সন্দেহের কথা জানিয়ে তিনি বলেন, '৯০ শতাংশ মানুষ বিশ্বাস করে ভারত-আফগানিস্তান ম্যাচ পাতানো ছিল।'
টস জিতে আফগানিস্তানের ফিল্ডিং নেওয়া, বোলিং পরিবর্তন ও নানা কারণে প্রশ্ন ওঠে। সেটাই যেন মনে করাতে চাইলেন শোয়েব। যদিও প্রতিপক্ষ ভারতকে নিয়ে ভয় নেই পাকিস্তানের। মঞ্চটা যাই হোক, ভারতকে সামনে পেলেই তাদের ধ্বংস করার হুমকি দিয়ে রেখেছেন শোয়েব। তিনি বলেন, 'আমরা ফাইনালে ভারতকে ধ্বংস করে দেব।'