জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলে নেই কোনো সিনিয়র ক্রিকেটার
মাহমুদউল্লাহ রিয়াদ টি-টোয়েন্টি অধিনায়কত্ব হারাচ্ছেন, সেটা অনুমেয়ই ছিল। সেটাই হয়েছে, কিন্তু জিম্বাবুয়ে সফরে তাকে টি-টোয়েন্টি দলেও নেওয়া হয়নি। বিশ্রাম বলা হলেও আদতে তাকে বাদ দেওয়া হয়েছে। একইভাবে বিবেচনা করা হয়নি আরেক অভিজ্ঞ মুশফিকুর রহিমকে। তামিম ইকবাল এই ফরম্যাট থেকে অবসর গেছেন আর সাকিব আল হাসান পুরো সফর থেকেই ছুটি নিয়েছেন। প্রথমবারের মতো সিনিয়র এই চার ক্রিকেটারকে ছাড়াই টি-টোয়েন্টি দল গড়লো বিসিবি।
দলের বাজে পারফরম্যান্স ও মাহমুদউল্লাহর রান খরা; এই দুইয়ে মিলে অনেক দিন ধরেই তার অধিনায়কত্ব নিয়ে সমালোচনা হচ্ছিল। বিসিবিরও ভাবনা ছিল টি-টোয়েন্টি অধিনায়কত্ব নিয়ে। ওয়েস্ট ইন্ডিজ থেকে দল ফেরার পর তাই শুক্রবার মাহমুদউল্লাহর সঙ্গে আলোচনায় বসে বিসিবি। সেখানেই তাকে জানানো হয়, জিম্বাবুয়ে সফরে তিনি অধিনায়ক থাকছেন না। এই সফরে নেতৃত্ব তুলে দেওয়া হচ্ছে নুরুল হাসান সোহানের কাঁধে।
সিনিয়র ক্রিকেটার ছাড়া দল কেমন করে, সেটা দেখতে চায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। একই সঙ্গে নেতৃত্বে সোহানকে পরখ করে নেওয়ার পরিকল্পনা দলের। এই সফরের জন্য অধিনায়ক পরিবর্তন করা হয়েছে, এমন বলা হলেও মাহমুদউল্লাহকে নেতৃত্বে রাখতে চায় না বিসিবি। সেটারই প্রথম পদক্ষেপ এটা। পাশাপাশি সিনিয়রদের ছাড়াই টি-টোয়েন্টি দলকে অভ্যস্ত করে তুলতে চায় বিসিবি।
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের টি-টোয়েন্টি দলটি পুরোপুরি তারুণ্য নির্ভর। কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা ক্রিকেটার থাকলেও তরুণ ক্রিকেটারের সংখ্যাই বেশি। ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো করতে না পারলেও দলে রাখা হয়েছে এনামুল হক বিজয়কে। দীর্ঘদিন পর ডাক পেয়েছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ ও ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন।
জিম্বাবুয়ের উদ্দেশে আগামী ২৬ জুলাই রাতে রওনা দেবে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর। ম্যাচ তিনটি হারারে স্পোর্টস ক্লাবে ৩০, ৩১ জুলাই ও ২ আগস্ট অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি দল: মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও পারভেজ হোসেন ইমন।