এশিয়া কাপের দলে সাব্বির-সাইফউদ্দিন, বাদ পড়েছেন শরিফুল
আরও আগেই এশিয়া কাপের দল ঘোষণা করার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। কিন্তু টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব নির্বাচন ও কয়েকজন ক্রিকেটারের চোটের কারণে বাড়তি সময় নেয় বিসিবি। অবশেষে বৃহস্পতিবার ঘোষণা করা হলো দল। আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল গড়েছে বিসিবি।
অনুমেয়ভাবেই সাকিব আল হাসানকে অধিনায়ক করা হয়েছে। বিশ্রামের কথা বলে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দল ও অধিনায়কত্ব থেকে বাদ দেওয়া মাহমুদউল্লাহ রিয়াদ বিবেচনায় থাকলেও সাকিবের ওপরই ভরসা রেখেছে বিসিবি। এ নিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি দলের নেতৃত্বভার পেলেন সাকিব।
লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমানকে দলে নেওয়া হয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগের পারফরম্যান্সের কারণে তাকে বিবেচনা করা হয়েছে। ডাক পেয়েছেন একটি টি-টোয়েন্টি খেলা তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। প্রথমবারের মতো সংক্ষিপ্ততম এই ফরম্যাটে নেওয়া হয়েছে এবাদত হোসেনকে।
চোট থাকলেও দলে আছেন নুরুল হাসান সোহান। জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া মুশফিকুর রহিম ফিরেছেন। দলে আছেন মেহেদী হাসান মিরাজ। ডানহাতি এই অলরাউন্ডার সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৮ সালের ডিসেম্বরে। মিরাজ অন্য দুই ফরম্যাটে নিয়মিত থাকলেও সাব্বির লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন। তিন বছর পর ডাক পাওয়া ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেন।
নিয়মিত ক্রিকেটারদের বাজে ফর্ম এবং চোট সমস্যা দল গঠনে প্রভাব ফেলেছে। চোটের কারণে এশিয়া কাপে খেলা হবে না লিটন কুমার দাস, ইয়াসির আলী রাব্বির। লিটন না থাকায় ওপেনার হিসেবে ইমনকে ভেবেছেন নির্বাচকরা। ওপেনার হিসেবে বিবেচনায় থাকা এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত ও মুনিম শাহরিয়ারের মধ্যে কেউ-ই ছন্দে নেই। অবশ্য এদের মধ্যে দুজন বাদ পড়েছেন।
পারফরম্যান্স না করেও বারবার টিকে যাওয়া শান্তকে এবার বিবেচনা করা হয়নি। বাদ পড়েছেন মুনিম শাহরিয়ার ও বাঁহাতি তরুণ পেসার শরিফুল ইসলাম। আরও চারজনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। তবে তাদের নাম জানানো হয়নি। একইভাবে সহ-অধিনায়ক চূড়ান্ত করা হলেও নাম প্রকাশ করা হয়নি। আসরের আগ দিয়ে নাম ঘোষণা করা হবে জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
এশিয়া কাপে বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, এবাদত হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন।