সেরা দশে মুস্তাফিজ, তাইজুলের লম্বা লাফ
জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টির মতো ওয়ানডে সিরিজও ভালো যায়নি বাংলাদেশের। তবে শেষ ওয়ানডেতে চেনা ছন্দে ছিল তামিম ইকবালের দল। এই ম্যাচে স্বাগতিক ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নেন বাংলাদেশের বোলাররা। বড় জয় তুলে নেওয়ার ম্যাচে দারুণ বোলিং করেন মুস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলামের। ওই ম্যাচের পারফরম্যান্সের প্রভাব পড়েছে তাদের র্যাঙ্কিংয়ে। সেরা দশে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজ, লম্বা লাফ দিয়েছেন তাইজুল।
গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে র্যাঙ্কিংয়ের হালনাগাদ করেছে আইসিসি। যা সব সময়ের মতো বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন মুস্তাফিজ। এই ফরম্যাটের র্যাঙ্কিংয়ে তার ক্যারিয়ার সেরা অবস্থান পঞ্চম, ২০১৮ সালের ডিসেম্বরে উঠেছিলেন তিনি।
বাংলাদেশের বাঁহাতি এই পেসারের রেটিং পয়েন্ট ৬৪০। সমান রেটিং পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের ক্রিস ওকসও যৌথভাবে মুস্তাফিজের সঙ্গে ১০ নম্বরে আছেন। ১৮ ধাপ উন্নতি হয়েছে তাইজুলের। বাঁহাতি এই স্পিনার ৪৬৯ পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা ৫৩তম স্থানে আছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পুরনো চেহারায় ছিলেন মুস্তাফিজ। তার বিপক্ষে ঘরের মাঠের দলটির ব্যাটসম্যানরা অসহায় হয়ে পড়েন। ৫.২ ওভারে মাত্র ১৭ রান খরচায় ৪টি উইকেট নেন মুস্তাফিজ। তাইজুল ৯ ওভারে ৩৪ রান দিয়ে নেন ২ উইকেট। আগের ওয়ানডেতে এক উইকেট নিয়ে ৯ ধাপ এগোন তিনি।
মুস্তাফিজ-তাইজুলদের উন্নতি হলেও অবনতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। ডানহাতি এই অফ স্পিনার দুই ধাপ পিছিয়ে গেছেন। ৬৫৫ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছেন মিরাজ। বাংলাদেশের বোলারদের মধ্যে এটাই সেরা অবস্থান। এই মুহূর্তে বাংলাদেশের দুজন বোলার ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা দশে আছেন।
ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে সেরা অবস্থান অধিনায়ক তামিম ইকবালের। আগের মতোই ১৬তম স্থান ধরে রেখেছেন অভিজ্ঞত এই ওপেনার। উন্নতি হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের, এক ধাপ এগিয়ে ৩৪ নম্বরে আছেন তিনি। শেষ ওয়ানডেতে ৮৫ রানের দারণ ইনিংস খেলা আফিফ হোসেন ধ্রুব আছেন ৮৩তম স্থানে।
ওই ম্যাচেই ৭৬ রান করা এনামুল হক এখনও সেরা একশর বাইরে। অবনতি হয়েছে মুশফিকুর রহিমের। শেষ ওয়ানডেতে রানের খাতা খোলার আগেই আউট হওয়া অভিজ্ঞ এই ব্যাটসম্যান দুই ধাপ পিছিয়ে ২১ নম্বরে আছেন। জিম্বাবুয়ে সফরে ছুটিতে থাকা সাকিব আল হাসানও দুই ধাপ পিছিয়েছেন, ৩২তম স্থানে আছেন তিনি। তবে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান সাকিবের দখলে।
ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এরপর যথাক্রমে আছেন ইমাম উল হক, রাসি ফন ডার ডাসেন, কুইন্টন ডি কক ও বিরাট কোহলি। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। দুই নম্বরে ভারতের জাসপ্রিত বুমরাহ। দুই ধাপ পিছিয়ে পাঁচ নম্বরে আছেন শাহিন শাহ আফ্রিদি। জশ হ্যাজলউড তিনে ও মুজিব উর রহমান চার নম্বরে আছেন।