সুজনের মন্তব্যের পর জয়াবর্ধনের ‘হুমকি’
এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে হেরে খাদের কিনারে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সুপার ফোরে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় মুখোমুখি হবে এই দুই দল। বাঁচা-মরার এই ম্যাচের আগে কথার লড়াইয়ে মেতেছে দল দুটি। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার এক মন্তব্যে কড়া ভাষায় জবাব দেন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। এবার সুজনের মন্তব্যে এক প্রকার হুমকিই দিয়ে রাখলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারের পর শ্রীলঙ্কার অধিনায়ক শানাকাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশ তুলনামূলক সহজ প্রতিপক্ষ হবে কিনা। জবাবে তিনি জানান, আফগানিস্তানের তুলনায় বাংলাদেশ সহজ প্রতিপক্ষ হবে। এ ছাড়া, বাংলাদেশ দলে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ছাড়া বিশ্বমানের বোলার দেখেন না তিনি।
শানাকার এমন মন্তব্যের প্রভাব যে বাংলাদেশ দলে ভালোভাবেই পড়েছে, সেটা বোঝা গেছে সুজনের কথায়। ম্যাচের আগের দিন বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, 'আমি জানি না শানাকা কেন এমন বলেছে। আমি শুনেছি যে সে বলেছে, বাংলাদেশের সাকিব ও মুস্তাফিজ বাদে বোলার নেই। আমি তো শ্রীলঙ্কার কোনো বোলারই দেখি না। আমাদের অন্তত দুজন আছে। তাদের সাকিব ও মুস্তাফিজের মানেরও কোনো বোলার নেই।'
সুজনের এমন কড়া ভাষার মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। যা নজরে পড়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান জয়াবর্ধনের। ভিডিওটি টুইটারে পোস্ট করে তিনি লিখেছেন, 'মনে হচ্ছে বোলারদের তাদের জাত চেনানোর সময় হয়েছে। এবং ব্যাটসম্যানরা মাঠে কোন মানের, সেটা দেখানোর।'
এর আগে আফগানিস্তানের বিপক্ষে হারের দিন শানাকা বলেছিলেন, 'আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। কিন্তু যখন বাংলাদেশের বেলায় আসি...আমরা জানি ফিজ (মুস্তাফিজ) খুব ভালো বোলার, সাকিব বিশ্বমানের। এদের বাদ দিলে তাদের দলে বিশ্বমানের কোনো বোলার নেই। এই কারণে আমার মনে হয়, আফগানিস্তানের তুলনায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা সহজ হবে।' এরপর দুই দলের মধ্যে কথার লড়াই শুরু হয়।