মুশফিক-মাহমুদউল্লাহ বিশ্বকাপের দলে থাকলে ভালো হতো, মনে করেন তামিম
অনেকদিন দিন ধরেই টি-টোয়েন্টিতে রানের দেখা পাচ্ছিলেন না মুশফিকুর রহিম। সর্বশেষ এশিয়া কাপের দুই ম্যাচেই থেকে যান বিবর্ণ। ভেবেচিন্তে সংক্ষিপ্ততম এই ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার মানে খুঁজে পাননি অভিজ্ঞ এই ব্যাটসম্যান। দেশে ফিরে টি-টোয়েন্টিকে বিদায় বলে দেন মুশফিক। মাহমুদউল্লাহ রিয়াদের ইচ্ছা থাকলেও দল তাকে চায়নি, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা মেলেনি তার।
তরুণ ক্রিকেটারদের দিয়ে দল সাজিয়েছে বিসিবি। 'মোস্ট সিনিয়র' ক্রিকেটারের মধ্যে কেবল দলে আছেন সাকিব আল হাসান, তার কাঁধেই নেতৃত্বভার। তবে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া তামিম ইকবাল মনে করেন, বিশ্বকাপে মুশফিক ও মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকলে ভালো হতো। তার মতে, পুরো বছর বয়ে আসা ক্রিকেটারদের বিশ্বকাপের আগে বাদ দেওয়ার মানে নেই। এই সিদ্ধান্তগুলো হতে পারতো গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই কিংবা এই বিশ্বকাপের পর।
এবারের বিশ্বকাপে অভিজ্ঞদের খেলিয়ে আগামী দুই বছরে পরের বিশ্বকাপের পরিকল্পনা করা যেতো বলে মনে করেন তামিম। আবার নতুনদের সময় দেওয়ার কথাও বলছেন অভিজ্ঞ এই ওপেনার। শুক্রবার একটি প্রতিষ্ঠানের পণ্যদূত হওয়ার আয়োজনে তামিম বলেন, 'যে দলটা এখন খেলছে, কিছুটা নতুন যদি কয়েকজনের কথা বাদ দেন। যেকোনো নতুন কিছুতে সময় দিতে হবে। আমি আগেও বলেছি মুশফিক, রিয়াদ; তারা যদি বিশ্বকাপের মতো বড় মঞ্চে থাকতো, আমার কাছে অবশ্যই ভালো মনে হতো।'
'কারণ যখন আপনি একটা পুরো বছর এতো সিনিয়র ক্রিকেটারকে ক্যারি করেছেন, তাহলে বিশ্বকাপের আগেই কেন (বাদ দেওয়া)। যদি হতো বছরের আগে, তাহলে ঠিক আছে। কারণ এই বিশ্বকাপের পর কিন্তু আপনার হাতে দুই বছর সময় আছে (নতুনদের) দেওয়ার জন্য। সাথে এটাও অবশ্যই বলব, যারা ওদের জায়গায় খেলছে যেমন ইয়াসির রাব্বি, আই রেট হিম ভেরি ভেরি হাই। আফিফ অনেক অসাধারণ খেলছে।' যোগ করেন তামিম।
তামিমের অবসরের পর থেকে উদ্বোধনী জুটি নিয়ে ভুগছে বাংলাদেশ। অনেককে দিয়েই চেষ্টা করা হচ্ছে। সর্বশেষ কয়েক ম্যাচে ওপেনার হিসেবে খেলানো হয়েছে মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমানকে। তবে তামিম মনে করেন ওপেনারদের দিয়েই ইনিংস উদ্বোধন করানো উচিত। যদিও বাংলাদেশের পরিকল্পনা সম্পর্কে ধারণা না থাকায় এই চেষ্টাকে ভুল বলছেন না ওয়ানডে অধিনায়ক।
তামিম বলেন, 'আমার কাছে মনে হয়, যারা ওপেন করে তাদের ওপেন করা উচিত। কিন্তু এখানে যদি তাদের নিদিষ্ট কোনো পরিকল্পনা থেকে থাকে, এটাকে আমি ভুল বলতে পারব না। রোহিত শর্মা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওপেনার ইন দ্য হিস্ট্রি অব দ্য গেম। ও তো পাঁচ-ছয়ে ব্যাট করতো। কিন্তু কেউ পরিকল্পনা করেছে ও ওপেন করেছে, এখন ২৫টার (ওয়ানডেতে ২৯টি) মতো সেঞ্চুরি। তাই কাউকে দিয়ে হবে না বলে দিতে পারি না, মিরাজকেও না, সাব্বিরকেও না। তাদের সময় দিন।'