‘অবশেষে’ মুস্তাফিজের ফর্ম নিয়ে চিন্তায় বিসিবি
হইচই ফেলে বিশ্ব ক্রিকেটে নাম লিখিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। জাদুকরী কাটারে উইকেট বৃষ্টি ঝরিয়ে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দলকে পথ ভুলিয়ে দিয়েছেলেন তিনি। ঘরের মাঠসহ আইপিএলে নিজের প্রথম আসরে বিস্ময়ের নাম ছিলেন মুস্তাফিজ। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে ধার কমেছে তার বোলিংয়ে। বিশেষ করে বিদেশের মাটিতে বরাবরই বিবর্ণ বাঁহাতি এই পেসার। সম্প্রতি নিজেকে আরও হারিয়ে বসেছেন তিনি।
নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ছন্নছাড়া মুস্তাফিজের দেখা মেলে। ৪ ওভারে ৪৮ রান খরচায় উইকেটশূন্য থাকেন বাংলাদেশের এই পেসার। লাইন-লেংথেও নিজের ছন্দে ছিলেন না তিনি।
এর আগের কয়েক ম্যাচে বিদেশের মাটিতে সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, আফগানিস্তানের বিপক্ষেও ধারহীন বোলিং করেন মুস্তাফিজ। এর আগে তাকে নিয়ে কথা উঠলেও তা দলের পক্ষ থেকে খুব একটা পাত্তা দেওয় হয়নি। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মুস্তাফিজের ফর্ম নিয়ে চিন্তায় বাংলাদেশ।
মুস্তাফিজের খারাপ সময় দলের জন্য হুমকির বলে মনে করেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার। যদিও বাঁহাতি এই পেসারের ওপর থেকে আস্থা হারাচ্ছেন না তিনি। ঠিক জায়গায় মুস্তাফিজ জ্বলে উঠবেন বলে বিশ্বাস জাতীয় দলের সাবেক এই অধিনায়কের, 'মুস্তাফিজকে নিয়ে এর আগেও একই প্রশ্নে আমরা বলেছি যে সে আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। ওর সেরা ফর্মে থাকার ওপর আমাদের দলের পারফরম্যান্সটা বেশ ভালোই নির্ভর করে।'
'হ্যাঁ, সাম্প্রতিক হয়তো ওর কাছ থেকে সেরা পারফরম্যান্সটা পাচ্ছি না আমরা। কিন্তু আমরা এখনও বিশ্বাস করি ও আমাদের অন্যতম সেরা বোলার টি-টোয়েন্টি সংস্করণে। ওর পারফরম্যান্সটা খুব গুরুত্বপূর্ণ হবে। হ্যাঁ, আমরা চিন্তিত বলতে পারেন। কিন্তু বিশ্বাস আছে, যখন মূল পর্বে যাব আমরা; তখন ওর সেরা পারফর্মটা ফিরে পাবে।' যোগ করেন বাশার।