ম্যাগনাস কার্লসেন ও চেস ডটকমের বিরুদ্ধে ১০০ মিলিয়ন ডলারের মানহানি মামলা করলেন হানস নিমান
নরওয়েজিয়ান দাবাড়ু ও বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন এবং চেস ডটকম ওয়েবসাইটের বিরুদ্ধে ১০০ মিলিয়ন ডলারের মানহানি মামলা করেছেন মার্কিন দাবাড়ু হানস নিমান, খবর বিবিসির। তার দাবি, অভিযুক্তরা তার খ্যাতি ও জীবিকা ধ্বংস করতে চাইছেন।
গত সেপ্টেম্বরে নিমানের সাথে একটি ম্যাচে হেরে যাওয়ার পর তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন কার্লসেন। চেস ডটকমের খবরে দাবি করা হয়, নিমান একশোটিরও বেশি খেলায় প্রতারণার আশ্রয় নিয়েছেন। তাদের এই অভিযোগের প্রেক্ষিতেই পাল্টা মানহানি মামলা ঠুকেছেন নিমান। তবে চেস ডটকমের পক্ষের আইনজীবীরা বলছেন, নিমানের অভিযোগের কোনো ভিত্তি নেই।
মামলায় ১৯ বছর বয়সী হানস নিমান অভিযোগ করেন, ম্যাগনাস কার্লসেন তার গায়ে কলঙ্ক লেপনের চেষ্টা করছেন এবং সেজন্য প্রচারণা চালাচ্ছেন। এই কাজে কার্লসেনের নিজস্ব অনলাইন চেস কোম্পানি 'প্লে ম্যাগনাস' এবং চেস ডটকমও জড়িত। উল্লেখ্য যে, চেস ডটকম কার্লসেনের কোম্পানিকে কিনে নিতে রাজি হয়েছে।
মামলায় বলা হয়েছে, " বিবাদীরা তার (নিমান) খ্যাতি, কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের যে ধ্বংসাত্মক ক্ষতি করেছে, তার মানহানি করেছে এবং যে পেশায় তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন, সেই পেশা থেকে বেআইনিভাবে তাকে কালো তালিকাভুক্ত করার চেষ্টা করেছে- এই সব ক্ষতি কাটিয়ে ওঠার জন্য তিনি ক্ষতিপূরণ চান।"
কিন্তু চেস ডটকমের পক্ষের আইনজীবীরা ইতোমধ্যেই এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং জানিয়েছেন, "প্রতিষ্ঠানটি শুধুমাত্র তাদের টিম ও সৎ দাবাড়ুদের নিয়েই কাজ করতে আগ্রহী।" তবে এ প্রসঙ্গে নরওয়েজিয়ান দাবাড়ু কার্লসেন তাতক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
এদিকে, গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরা চেস ডটকমের স্ট্রিমিং ভিডিওতে নিমান প্রতারণা করেছেন বলে উল্লেখ করায়, নিমান তার বিরুদ্ধেও মামলা করছেন বলে জানা গেছে।
নিমানের ভাষ্যে, কার্লসেন পরাজয় মেনে নিতে পারেননি বলেই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তার সুনাম নষ্ট করার চেষ্টা করেছেন।
প্রতারণার অভিযোগের প্রেক্ষিতে হানস নিমানকে চেস ডটকম এবং তাদের স্পন্সরকৃত টুর্নামেন্টগুলো (সশরীরে উপস্থিত হয়ে খেলার) থেকে নিষিদ্ধ করা হয়েছে। তবে ম্যাগনাস কার্লসেন বা চেস ডটকম, কেউই তাদের অভিযোগের সপক্ষে শক্ত প্রমাণ দেখাতে পারেননি।