'রোনালদোর সঙ্গে এখনই চুক্তি বাতিল করা উচিত ইউনাইটেডের'
পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারের পর থেকে আলোচনা-সমালোচনা চলছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে। নিজের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের যেভাবে সমালোচনা করেছেন তাতে ইউনাইটেডে যে আর থাকতে চান না তিনি, সেটি বোঝা সারা সাবেক ইউনাটেড রাইট-ব্যাক এবং বর্তমানে টেলিভিশন পন্ডিত গ্যারি নেভিলের।
গ্যারি নেভিল নিজেও ইউনাইটেডের ইতিহাস সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। বরাবরই তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় সমালোচকদের একজন। রোনালদোও যে এজন্য নেভিলকে পছন্দ করেন না সেটি মরগানকে দেয়া সাক্ষাৎকারেও জানিয়েছেন তিনি। কিছুদিন আগেই এক ম্যাচের পূর্ব মূহুর্তে নেভিলকে দেখেও না দেখার ভান করে চলে যান রোনালদো।
সেই নেভিলই এবার রোনালদোর কথা শোনার পর বলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের উচিত এখনই তার সঙ্গে চুক্তি বাতিল করা। রোনালদোর নিজেরও আর ইউনাইটেডে থাকার ইচ্ছে নেই বলেই মনে করেন সাবেক এই ইংলিশ রাইট-ব্যাক, "রোনালদো ইউনাইটেড ছাড়তে চায় এটা তার কথা থেকেই স্পষ্ট। সে যদি ক্লাব না ছাড়তে চাইতো তাহলে এ ধরণের কথা মিডিয়াতে বলে বেড়াতো না। এইসব কথা পাবলিকলি বললে কী হতে পারে এটা তার ভালো করেই জানা ছিলো।"
এত চাঁছাছোলা সমালোচনার পরেও ইউনাইটেডের প্রতিক্রিয়া আসতে দেরি হচ্ছে দেখে ক্ষুব্ধ নেভিল, "আমি বুঝতে পারছি না ইউনাইটেড কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না কেন! তাদের অবশ্যই রোনালদোর সঙ্গে এখনই চুক্তি বাতিল করা উচিত। তারা যদি এটা না করে তাহলে তরুণ খেলোয়াড়রা মনে করবে ক্লাবের সমালোচনা করেও এখানে টিকে থাকা যায়।"
গত মৌসুমের শুরুতে ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরত আসার পর থেকেই তার সবচেয়ে বড় সমালোচকদের মধ্যে একজন ছিলেন গ্যারি নেভিল। সাম্প্রতিক সাক্ষাৎকারে রোনালদোর নেভিলকে দেয়া সোজাসাপ্টা জবাব কিংবা নেভিলকে দেখেও না দেখার ভান করাটা প্রমাণ করে, নেভিলের প্রতি রোনালদোর দৃষ্টিভঙ্গিও বন্ধুত্বপূর্ণ নয়।